কানাডার দাবানল আরো বেড়েছে; পুরো গ্রীষ্মকাল ধরেই তা চলতে পারে
(last modified Sun, 11 Jun 2023 12:36:12 GMT )
জুন ১১, ২০২৩ ১৮:৩৬ Asia/Dhaka
  • কানাডার দাবানল আরো বেড়েছে; পুরো গ্রীষ্মকাল ধরেই তা চলতে পারে

কানাডায় সৃষ্ট দাবানল আগের চেয়ে আরো বেড়েছে, পাশাপাশি নতুন নতুন দাবানল দেখা দিয়েছে। এতে হাজার হাজার মানুষ ঘর বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের জন্য পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

এ পরিস্থিতিতে দেশটির একজন প্রাদেশিক মন্ত্রী গতকাল (শনিবার) হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, এই দাবানল চলতি গ্রীষ্মের পুরোটা সময় জুড়ে অব্যাহত থাকতে পারে।চলতি বছর শুরুর পর থেকে এ পর্যন্ত ১৭ হাজার ৮০০ বর্গ মাইল এলাকা দাবানলে পুড়ে গেছে। বিশ্ব জলবায়ু পরিবর্তনের ভেতরে অন্য যেকোনো দেশের চেয়ে কানাডায় তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এর মধ্যে দেশের পশ্চিমাঞ্চল বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
কয়েকদিন থেমে থাকার পর আলবার্টা প্রদেশে দাবানল আবার বেড়েছে। এর প্রভাবে শুক্রবার রাতে প্রদেশের এডসন শহর থেকে লোকজনকে সরিয়ে নিতে হয়। এ নিয়ে মে মাস থেকে এ পর্যন্ত এই শহরে দুই দফায় দাবানলের হাত থেকে বাঁচানোর জন্য লোকজনকে সরিয়ে নিতে হলো।
ইয়োলোহেড কাউন্টির প্রধান প্রশাসনিক কর্মকর্তা লাক মার্সিয়ার বলেন, "আগুন এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে যে, দমকল কর্মীরা অনেকেই পিছু হটেছে; তারা এই আগুন নেভাতে সক্ষম হচ্ছে না।”
এরই মধ্যে কানাডার আগুনের প্রচণ্ড ধোয়া সীমানা ছাড়িয়ে আমেরিকায় প্রবেশ করেছে এবং দেশটির পূর্ব উপকূলীয় অঞ্চল জুড়ে তা বিরাজ করছে। নিউ ইয়র্ক শহরে এই ধোঁয়ার মারাত্মক প্রভাব পড়েছে।#
পার্সটুডে/এসআইবি/এনএম/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।