জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীকে সরিয়ে নেয়ার দাবি জানিয়েছে মালি
https://parstoday.ir/bn/news/world-i124528-জাতিসংঘ_শান্তিরক্ষী_বাহিনীকে_সরিয়ে_নেয়ার_দাবি_জানিয়েছে_মালি
আফ্রিকার দেশ মালি থেকে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী প্রত্যাহার করে নেয়ার দাবি জানিয়েছে দেশটির সরকার। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লায়ি দিয়োপ বলেছেন, জাতিসংঘের এই সেনা সদস্যরা এখন তার দেশের জন্য সংকটের অংশ হয়ে দাঁড়িয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ১৭, ২০২৩ ১৫:২১ Asia/Dhaka
  • জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীকে সরিয়ে নেয়ার দাবি জানিয়েছে মালি

আফ্রিকার দেশ মালি থেকে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী প্রত্যাহার করে নেয়ার দাবি জানিয়েছে দেশটির সরকার। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লায়ি দিয়োপ বলেছেন, জাতিসংঘের এই সেনা সদস্যরা এখন তার দেশের জন্য সংকটের অংশ হয়ে দাঁড়িয়েছে।

গতকাল (শুক্রবার) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বক্তৃতা দেয়ার সময় তিনি একথা বলেন। দিয়োপ বলেন, কোনো রকমের দেরি না করেই এই মুহূর্তে মালি থেকে এক দশকের শান্তিরক্ষা কার্যক্রমের অবসান ঘটানো জরুরি। তিনি সুস্পষ্ট অভিযোগ করেন, আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনীর সদস্যরা মালিতে উত্তেজনা এবং অস্থিতিশীলতা সৃষ্টি করছে।

পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লায়ি দিয়োপ বলেন, তার দেশের সরকার জাতিসংঘের সাথে সহযোগিতা করতে চায় কিন্তু শান্তিরক্ষী মিশরের সদস্যদের রাখতে রাজি নয় বরং মালিতে কথিত স্থিতিশীলতা রক্ষা কার্যক্রমের অবসান দেখতে চায়।

মালিতে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী তরেগ বিদ্রোহীদের বর্বর তৎপরতার কারণে ২০১৩ সালে দেশটির উত্তরাংশে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী মোতায়েন করা হয়। কিন্তু এসব সদস্য এখন দেশটির জন্য সংকটের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মালি সরকার অভিযোগ করছে।#
পার্সটুডে/এসআইবি/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।