ইরানকে অচিরেই সাংহাই সহযোগিতা সংস্থার পূর্ণ সদস্যপদ দেয়া হবে: রাশিয়া
(last modified Sun, 18 Jun 2023 09:50:52 GMT )
জুন ১৮, ২০২৩ ১৫:৫০ Asia/Dhaka
  • ইরানকে অচিরেই সাংহাই সহযোগিতা সংস্থার পূর্ণ সদস্যপদ দেয়া হবে: রাশিয়া

ইরানকে পূর্ণ সদস্যপদ প্রদান করা হবে সাংহাই সহযোগিতা সংস্থা বা এসসিও আসন্ন শীর্ষ সম্মেলনের অন্যতম প্রধান এজেন্ডা। একথা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এসসিও বিষয়ক প্রতিনিধি বাখতিয়ের খাকিমভ।

তিনি শনিবার সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের অবকাশে সাংবাদিকদের এ তথ্য জানান।  ভিডিও কনফারেন্সের মাধ্যমে আগামী ৪ জুলাই নয়াদিল্লিতে এসসিওর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।

খাকিমভ বলেন, ইরানকে পূর্ণ সদস্যপদ প্রদান হবে আসন্ন শীর্ষ সম্মেলনের অন্যতম প্রধান কর্মসূচি। ইরান এরইমধ্যে এসসিও’র সদস্যপদ লাভের বাধ্যবাধকতাগুলো পুর্ণ করতে পেরেছে বলে তাকে নয়াদিল্লি শীর্ষ সম্মেলনে সাংহাই সহযোগিতা সংস্থা পরিবারে অন্তর্ভুক্ত করা হবে।

রাশিয়া, চীন, ভারত, কাজাখস্তান, কিরগিজস্তান, পাকিস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তান- এই আট দেশ বর্তমানে এসসিওর পূর্ণ সদস্য।  পাশাপাশি এটির চারটি পর্যবেক্ষক রাষ্ট্র হচ্ছে আফগানিস্তান, বেলারুশ, ইরান ও মঙ্গোলিয়া। এছাড়া, এই সংস্থার ছয় ডায়ালগ পার্টনার হচ্ছে আর্মেনিয়া, আজারবাইজান, কম্বোডিয়া, নেপাল, শ্রীলঙ্কা ও তুরস্ক। #

পার্সটুডে/এমএমআই/১৮

ট্যাগ