ইরাক ও ইউক্রেন ইস্যুতে পরস্পরবিরোধী অবস্থান জন কেরির
https://parstoday.ir/bn/news/world-i124958-ইরাক_ও_ইউক্রেন_ইস্যুতে_পরস্পরবিরোধী_অবস্থান_জন_কেরির
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ফরাসি টিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাতকারে তার ভাষায় ইউক্রেনে রুশ সামরিক অভিযানকে আগ্রাসন হিসেবে উল্লেখ করেছেন।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
জুন ২৯, ২০২৩ ২০:৩১ Asia/Dhaka
  • জন কেরি
    জন কেরি

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ফরাসি টিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাতকারে তার ভাষায় ইউক্রেনে রুশ সামরিক অভিযানকে আগ্রাসন হিসেবে উল্লেখ করেছেন।

একই সাথে ইরাকে মার্কিন সামরিক অভিযানকে আগ্রাসন বলা যায় কিনা সাংবাদিকের এমন এক প্রশ্নের উত্তরে জন কেরি বলেছেন, 'না, ইরাকে মার্কিন সামরিক অভিযানকে আগ্রাসন বলা যাবে না। কারণ তৎকালীন প্রেসিডেন্ট জর্জ বুশের বিরুদ্ধে কখনো সরাসরি কোনো অভিযোগ ছিলনা'। ইরাক যুদ্ধে যুদ্ধাপরাধ হয়েছে কিনা সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে সাবেক এই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি দাবি করেছেন, 'ইরাকের ঘটনাবলীকে যুদ্ধাপরাধ  বলা যাবে না। যদিও কিছু কিছু ক্ষেত্রে বিচ্ছিন্ন অপরাধের ঘটনা ঘটেছে তবে আমি তার প্রতিবাদ করেছি এবং এ বিষয়ে কথা বলেছি'।

এক জরিপে দেখা গেছে, ইরাকে বুশ-ব্লেয়ারের আগ্রাসন, দখলদারিত্ব ও বিশৃঙ্খল পরিস্থিতির কারণে দশ লাখেরও বেশি ইরাকি নাগরিক নিহত হয়েছে। ইরাকি বন্দীদের ওপর অকথ্য নির্যাতন চালানোসহ নানা ধরনের যুদ্ধাপরাধে লিপ্ত ছিল মার্কিন সেনারা। রাজধানী বাগদাদের অদূরেই অবস্থিত কুখ্যাত আবু গোরাইব কারাগারে মার্কিন সামরিক কর্মকর্তারা জেনেভা কনভেনশন লঙ্ঘন করে ইরাকি বন্দীদের ওপর বর্বরোচিতভাবে নির্যাতন চালিয়েছিল। মার্কিন সেনারা গ্রাম এলাকায় হামলা চালিয়ে বহু নিরীহ মানুষকে হত্যা করেছে। অবশেষে মার্কিন সেনাদের বন্দী নির্যাতন ও হত্যাকাণ্ডের কারণে ইরাকে প্রতিরোধ শক্তি গড়ে ওঠে। আন্তর্জাতিক সমাজ ইরাকের বিরুদ্ধে বুশ-ব্লেয়ারের যুদ্ধের বিরোধিতা করলেও এতোবড় অপরাধযজ্ঞ ঠেকাতে কেউ এগিয়ে আসেনি। আমেরিকা কিংবা ব্রিটেনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতেও কেউ এগিয়ে আসেনি। আন্তর্জাতিক অপরাধ আদালতের পক্ষ থেকেও কোনো রকমের জবাবদিহিতা চাওয়া হয়নি। কয়েকটি মানবাধিকার সংগঠন ইরাকে ধর্ষণের ঘটনায় ব্লেয়ারের বিরুদ্ধে অভিযোগ আরোপের আহ্বান জানালেও কোনো সরকারই তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার প্রস্তাব নিয়ে জাতিসংঘে যায়নি। কিন্তু, ইউক্রেন যুদ্ধের ব্যাপারে আমরা পাশ্চাত্যের আচরণে ভিন্ন চিত্র দেখতে পাচ্ছি যা কিনা সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির বক্তব্যে ফুটে উঠেছে। জন কেরি নিজে আইন বিষয়ে পড়াশোনা করলেও ইরাকে সংঘটিত অন্যায়ের বৈধতা দেয়ার চেষ্টা করেছেন।# 

পার্সটুডে/রেজওয়ান হোসেন/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।