জার্মানি সফর বাতিল করলেন প্রেসিডেন্ট ম্যাক্রন
https://parstoday.ir/bn/news/world-i125056
ফ্রান্সের পুলিশের গুলিতে ১৭ বছরের এক কিশোরের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট ভয়াবহ দাঙ্গার কারণে জার্মানি সফর বাতিল করতে বাধ্য হয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ০২, ২০২৩ ১৪:০১ Asia/Dhaka
  • জার্মানি সফর বাতিল করলেন প্রেসিডেন্ট ম্যাক্রন

ফ্রান্সের পুলিশের গুলিতে ১৭ বছরের এক কিশোরের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট ভয়াবহ দাঙ্গার কারণে জার্মানি সফর বাতিল করতে বাধ্য হয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন।

গত মঙ্গলবার রাজধানী প্যারিসের পশ্চিমাঞ্চলে একটি ট্রাফিক সিগন্যালের কাছে আলজেরিয় বংশোদ্ভূত ফরাসি নাগরিক নাহেল মোহাম্মদকে পুলিশ গুলি করে হত্যা করে। এর প্রতিবাদে দেশজুড়ে ভয়াবহ বিক্ষোভ প্রতিবাদ ও দাঙ্গা ছড়িয়ে পড়েছে।

এই পরিস্থিতিতে ম্যাক্রন গতকাল (শনিবার) বার্লিনকে জানিয়েছেন যে, দেশের বর্তমান অবস্থায় তার পক্ষে রাষ্ট্রীয় এই সফরে আসা সম্ভব হচ্ছে না; তিনি এই সফর স্থগিত করছেন। বিষয়টি নিয়ে তিনি জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ওয়াল্টার স্টে‌ইনমায়ারের সঙ্গে টেলিফোনে কথা বলেন।

ইমানুয়েল ম্যাক্রোনের এই সফর আজ থেকে শুরু হওয়ার কথা ছিল।জার্মানিতে পূর্ব নির্ধারিত এই সফর বাতিল করা ফরাসি প্রেসিডেন্টের জন্য এক ধরনের বিব্রতকর বিষয়। এর আগে পেনশন সংস্কার নিয়ে দেশব্যাপী বিক্ষোভ প্রতিবাদের মুখে ফ্রান্স ব্রিটেনের রাজা চার্লস দ্বিতীয়ের রাষ্ট্রীয় সফর বাতিল করেছিল।#

পার্সটুডে/এসআইবি/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।