জুলাই ১১, ২০২৩ ১৮:০৭ Asia/Dhaka
  • বুমুসা দ্বীপ
    বুমুসা দ্বীপ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন- পারস্য উপসাগরে অবস্থিত তিন দ্বীপ 'বুমুসা', 'তুম্বে কোচাক' ও 'তুম্বে বুজুর্গ' ইরানি ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ, আজীবন তা ইরানেরই থাকবে।

তিনটি দ্বীপ সম্পর্কে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ ও রাশিয়ার যৌথ বিবৃতির প্রতিক্রিয়ায় তিনি আজ (মঙ্গলবার) এ মন্তব্য করেন।

গতকাল মস্কোতে রাশিয়া এবং পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের মধ্যে কৌশলগত সংলাপের আয়োজন করা হয়। সংলাপ শেষে যে যৌথ বিবৃতি প্রকাশ করা হয়েছে সেটার একাংশে ঐ তিন দ্বীপের ওপর সংযুক্ত আরব আমিরাতের মালিকানার ভিত্তিহীন দাবির পুনরাবৃত্তি করা হয়েছে।

নাসের কানয়ানি আরও বলেছেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সঙ্গে এ ধরণের বিবৃতি সাংঘর্ষিক। প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক ও পারস্পরিক সম্মানবোধ সমুন্নত রাখার পাশাপাশি আঞ্চলিক স্থিতিশীলতা ও উন্নয়ন নিশ্চিত করা এই অঞ্চলের সব দেশের দায়িত্ব বলে মন্তব্য করেন ইরানের মুখপাত্র।

আন্তর্জাতিক দলিল ও মানচিত্রে পারস্য উপসাগরের তিনটি দ্বীপের ওপর ইরানের মালিকানার স্পষ্ট প্রমাণ রয়েছে।#

পার্সটুডে/এসএ/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ