জুলাই ১৬, ২০২৩ ১৮:২০ Asia/Dhaka
  • ক্রিমিয়ার সেভাস্তোপোলে ইউক্রেনের ড্রোন হামলা প্রতিহত করল রাশিয়া

ক্রিমিয়া প্রজাতন্ত্রের বন্দরনগরী সেভাস্তোপোলে ইউক্রেনের একটি ‘সন্ত্রাসী হামলা’ প্রতিহত করার দাবি করেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, সেভাস্তোপোলে হামলা চালানোর জন্য ইউক্রেন আকাশপথে এবং পানির নীচ দিয়ে বেশ কয়েকটি ড্রোন পাঠিয়েছিল যেগুলো ধ্বংস করে দেয়া হয়েছে।

ওই মন্ত্রণালয় আজ (রোববার) টেলিগ্রাম অ্যাপে প্রকাশিত এক বিবৃতিতে বলেছে, রুশ সেনারা ইউক্রেনের কয়েকটি লক্ষ্যবস্তুতে পাল্টা হামলাও চালিয়েছে।

বিবৃতিতে বলা হয়, কিয়েভ সরকার সাতটি আকাশ-ড্রোন দু’টি নৌ-ড্রোন পাঠিয়ে ক্রিমিয়া উপত্যকার সেভাস্তোপোলের কাছে হামলা চালাতে চেয়েছিল। কিন্তু হামলাটি নস্যাত করে দেয়া হয়েছে। হামলায় রাশিয়ার জানমালের কোনো ক্ষতি হয়নি বলে বিবৃতিতে জানানো হয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, সাতটি ড্রোনের দু’টিকে কৃষ্ণসাগরের আকাশে গুলি করে ভূপাতিত করা হয় এবং বাকি পাঁচটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় রাশিয়ার ইলেকট্রনিক ওয়ারফেয়ার ফোর্স। ইউক্রেনের পাঠানো দু’টি নৌ-ড্রোন কৃষ্ণসাগরের উত্তর অংশের পানিসীমায় শনাক্ত করা হয় এবং সেগুলো গোলা নিক্ষেপ করে ধ্বংস করে দেয়া হয়।

এর আগে গতকাল ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির একজন সাবেক উপদেষ্টা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিলেন, কিয়েভ যদি ক্রিমিয়ায় হামলা চালাতে যায় তাহলে তাকে দুই লাখ সেনার প্রাণহানি মেনে নিতে হবে।#

পার্সটুডে/এমএমআই/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ