আগস্ট ০১, ২০২৩ ১০:৩০ Asia/Dhaka
  • ইরাকের দক্ষিণ-পূর্বাঞ্চলে  মার্কিন সেনাদের তৎপরতা।
    ইরাকের দক্ষিণ-পূর্বাঞ্চলে মার্কিন সেনাদের তৎপরতা।

মার্কিন সামরিক বাহিনীর প্রতি আমেরিকার জনগণের আস্থা দুই দশকের মধ্যে বর্তমানে সর্বনিম্নে পৌঁছেছে। গত পাঁচ বছর ধরে এই আস্থা অব্যাহতভাবে কমেছে।

গ্যালুপ পরিচালিত এক সাম্প্রতিক জরিপ থেকে এই তথ্য উঠে এসেছে। জুনের ১ থেকে ২২ তারিখ পর্যন্ত এই জরিপ চালানো হয় এবং গতকাল সোমবার তার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে দেখা যায়, আমেরিকার মাত্র সাত ভাগ মানুষ বর্তমানে সামরিক বাহিনীর প্রতি আস্থা প্রকাশ করেছে। গত ২০ বছরের মধ্যে এই আস্থা প্রকাশের মাত্রা সর্বনিম্নে পৌঁছেছে। 

গ্যালুপের রিপোর্টে বলা হয়েছে, মার্কিন সামরিক বাহিনীর প্রতি আমেরিকার জনগণের আস্থা সাধারণত ৭০ ভাগের ওপরে থাকে। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকার কথিত সন্ত্রাসী হামলার পর মার্কিন সামরিক বাহিনীর প্রতি আস্থা কমে যাওয়ার ঘটনা শুরু হয়।

গোলযোগপূর্ণ অবস্থার মধ্যে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করার আগ পর্যন্ত মার্কিন সামরিক বাহিনীর প্রতি আমেরিকার জনগণের আস্থা ছিল শতকরা ৬৯ ভাগ। আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের পর ২০২২ সালে সেই আস্থা কমে দাঁড়ায় শতকরা ৬৪ ভাগে। ২০২৩ সালে তা আরো কমে শতকরা ৬০ ভাগে গিয়ে ঠেকেছে।#

পার্সটুডে/এসআইবি/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ