আগস্ট ০৫, ২০২৩ ১০:৩২ Asia/Dhaka
  • মার্কিন সমরাস্ত্র চালাচ্ছে ইউক্রেনের দুই সেনা
    মার্কিন সমরাস্ত্র চালাচ্ছে ইউক্রেনের দুই সেনা

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার জন্য ইউক্রেন সরকারকে আমেরিকা যে সামরিক সহযোগিতা পাঠাচ্ছে তার প্রতি এখন আর বেশিরভাগ মার্কিন নাগরিকের সমর্থন নেই। তারা বলেছেন, আমেরিকার উচিত ইউক্রেনকে সামরিক সহযোগিতা বন্ধ করে দেয়া।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত আমেরিকা ইউক্রেনকে হাজার হাজার কোটি ডলারের অস্ত্র এবং সামরিক সরঞ্জাম দিয়েছে।

মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন পুরো জুলাই মাস ধরে একটি জনমত জরিপ পরিচালনা করেছে। ১,২৭৯ জন মার্কিন নাগরিকের ওপর এই জরিপ পরিচালনা করা হয় এবংশুক্রবার জরিপের ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে দেখা যাচ্ছে- শতকরা ৫৫ ভাগ মানুষ বলেছে, মার্কিন সরকার ইউক্রেনকে যে বাড়তি সামরিক সহায়তা দেয়ার পরিকল্পনা নিয়েছে কংগ্রেসের উচিত তা বন্ধ করা। তবে শতকরা ৪৫ ভাগ মানুষ বলেছে- ইউক্রেনকে সামরিক সহযোগিতা দেয়া উচিত।গত মাসে জার্মানির গবেষণা প্রতিষ্ঠান কিয়েল ইনস্টিটিউট জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত আমেরিকা ইউক্রেনকে ৭ হাজার ৫০০ কোটি ডলার অর্থ সহায়তা দিয়েছে।

মার্কিন সহযোগিতা বিষয়ে সিএনএন'র জরিপে অংশ নেয়া শতকরা ৫১ ভাগ মানুষ বলেছে, আমেরিকা এরইমধ্যে ইউক্রেনের জন্য অনেক বেশি কিছু করেছে। তবে সরকার ৪৮ ভাগ মানুষ বলেছে, ইউক্রেনের জন্য আরো বেশি সহযোগিতা দেয়া দরকার। আমেরিকার পক্ষ থেকে ইউক্রেনকে কী ধরনের সহযোগিতা দেয়া উচিত- এমন এক প্রশ্নের জবাবে জরিপে অংশে নেয়া লোকজনের শতকরা ৬৩ ভাগ গোয়েন্দা তথ্য দেয়ার কথা বলেছে, ৫৩ ভাগ সামরিক প্রশিক্ষণের কথা, ৪৩ ভাগ অস্ত্র সরবরাহের কথা এবং যুদ্ধে মার্কিন সেনাদের অংশগ্রহণের কথা বলেছে সরকার ১৭ ভাগ।#

পার্সটুডে/এসআইবি/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ