আগস্ট ০৮, ২০২৩ ১৭:১১ Asia/Dhaka
  • মারিয়া জাখারোভা
    মারিয়া জাখারোভা

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আমেরিকার কারণেই ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনা বন্ধ রয়েছে।

মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা সোমবার রাতে এক বিবৃতিতে এ সম্পর্কে বলেছেন, যুক্তরাষ্ট্র সব সময় মিথ্যা বলে। মার্কিন কর্তৃপক্ষ ইউক্রেনকে নির্দেশ দিয়ে শান্তি আলোচনা বন্ধ করেছে, কিন্তু উল্টো এখন আলোচনা বন্ধ থাকার জন্য তারা রাশিয়াকে দায়ী করছে।

সম্প্রতি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার দাবি করেছেন, রাশিয়ার বিরোধিতার কারণে ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনা বন্ধ হয়ে গেছে। মিলারের বক্তব্য প্রত্যাখ্যান করে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আমেরিকার নির্দেশে ইউক্রেন বারবারই বলে আসছে এখন আলোচনার সময় নয়।

সৌদি আরবের জেদ্দায় ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে দুই দিন ব্যাপী আলোচনা হয়েছে। সেখানে ইউক্রেনসহ ৩০টি দেশ অংশ নিলেও রাশিয়ার কোনো প্রতিনিধি ছিল না।

এদিকে, আমেরিকা ইউক্রেনে অস্ত্র সরবরাহ অব্যাহত রেখেছে। চলতি মাসেই আব্রামস ট্যাংকের প্রথম চালান জার্মানিতে যাবে এবং আগামী মাসে ইউক্রেনে পৌঁছাবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত জানুয়ারি মাসে ইউক্রেনকে ৩১টি আব্রামস ট্যাংক পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছেন।#

পার্সটুডে/এসএ/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন

ট্যাগ