আগস্ট ০৯, ২০২৩ ১৩:৪৬ Asia/Dhaka
  • 'পরমাণু সমঝোতা বাস্তবায়নে ব্যর্থতার জন্য আমেরিকা দায়ী'

ইরান ও রাশিয়া অভিন্নভাবে মনে করে, ২০১৫ সালে ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং ছয় জাতি গোষ্ঠীর মধ্যে যে পরমাণু সমঝোতা সই হয়েছিল তা সঠিকভাবে বাস্তবায়ন না হওয়ার জন্য আমেরিকা দায়ী।

গতকাল রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ এবং ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি ও রেজা নাজাফি এক বৈঠকে এসব কথা বলেছেন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল এ বিষয়ে আনুষ্ঠানিক একটি প্রকাশ করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, তেহরান এবং মস্কো সর্বসম্মতভাবে বিশ্বাস করে যে, আমেরিকার সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি এবং পরবর্তীতে একই চিন্তা যারা পোষণ করেছেন তাদের কারণে এই পরমাণু সমঝোতা বাস্তবায়ন করা যায়নি।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অনুমোদিত পরমাণু সমঝোতা বাস্তবায়নের বাইরে আর কোনো যৌক্তিক বিকল্প নেই। 

২০১৫ সালে ইরান এবং ছয় জাতি গোষ্ঠীর মধ্যে পরমাণু সমঝোতা সই হয় এবং সামান্য কিছুক্ষেত্রে এই সমঝোতা বাস্তবায়ন করা হলেও ২০১৮ সালে সে সময়কার মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তা বাতিল করে দেন। শুধু তাই নয়, তিনি ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসরণ করেন এবং নিষেধাজ্ঞা আরো কঠোর করেন। বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন পরমাণু সমঝোতায় ফেরার কথা বললেও তিনি তা করেননি।#

পার্সটুডে/এসআইবি/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ