আমেরিকার হাওয়াই দ্বীপরাজ্যে ভয়াবহ দাবানল; ৩৬ জনের মৃত্যু
https://parstoday.ir/bn/news/world-i126678
মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপরাজ্যে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ার ঘটনায় কমপক্ষে ৩৬ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। চার হাজারের মতো পর্যটক আটকা পড়েছেন।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
আগস্ট ১১, ২০২৩ ১৪:২২ Asia/Dhaka
  • হাওয়াই দ্বীপরাজ্যে ভয়াবহ দাবানল
    হাওয়াই দ্বীপরাজ্যে ভয়াবহ দাবানল

মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপরাজ্যে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ার ঘটনায় কমপক্ষে ৩৬ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। চার হাজারের মতো পর্যটক আটকা পড়েছেন।

দাবানলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যটির মাউই দ্বীপ। মাউইর স্থানীয় প্রশাসন এক বিবৃতিতে বলেছে, আগুন নেভানোর কার্যক্রম চলমান থাকার পরও ৩৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

গতকাল (বৃহস্পতিবার) এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার রাত থেকে দাবানল শুরু হয়। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রশান্ত মহাসাগরে সৃষ্ট একটি ঘূর্ণিঝড়ের কারণে প্রবল বাতাসে মাউই দ্বীপের দাবানল অনেক বেড়ে গেছে।

এমনকি হাওয়াই দ্বীপপুঞ্জের অন্যতম প্রধান দ্বীপ বিগ আইল্যান্ডেরও কিছু অংশে দাবানল পৌঁছে গেছে। ক্ষয়ক্ষতি এড়াতে কর্তৃপক্ষ আশপাশের এলাকাগুলো থেকে অধিবাসীদের সরিয়ে নিয়েছে এবং সব ধরনের সড়কপথ বন্ধ করে দেয়া হয়েছে।

এ ছাড়া দ্বীপটিতে যারা বেড়াতে যাওয়ার আবেদন করেছিলেন, তাদের আবেদন বাতিল করা হয়েছে। দাবানলের আগুন থেকে বাঁচতে সমুদ্রে ঝাঁপ দিয়েছে মাউই দ্বীপের লাহাইনা শহরের অসংখ্য মানুষ। হাওয়াইয়ের দাবানলকে ‘কেয়ামতের’ সঙ্গে তুলনা করছে স্থানীয় গণমাধ্যমগুলো।#

পার্সটুডে/এমএমআই/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।