আগস্ট ১২, ২০২৩ ১৮:১১ Asia/Dhaka
  • ক্রিমিয়ার আকাশ থেকে ইউক্রেনের বিশাল ড্রোন বহরের হামলা প্রতিহত করল রাশিয়া

রাশিয়ার ক্রিমিয়া অঞ্চলের আকাশ থেকে অন্তত ২০টি ড্রোনের একটি বহর ভূপাতিত করেছে রুশ সেনারা। আজ (শনিবার) সকালে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, দেশের সেনারা অন্তত ২০টি ড্রোন ভূপাতিত করে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেনের এই ব্যর্থ ড্রোন অভিযানকে সন্ত্রাসী হামলার চেষ্টা বলে অভিহিত করেছে।
মন্ত্রণালয় আজ (শনিবার) সকালে টেলিগ্রাম চ্যানেলে দেয়া এক পোস্টে জানিয়েছে, ১৪টি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে এবং ছয়টি ড্রোন ইলেকট্রনিক ওয়ারফেয়ারের মাধ্যমে ধ্বংস করা হয়। মন্ত্রণালয় বলেছে, এই ব্যর্থ সন্ত্রাসী হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি কিংবা সম্পদের ক্ষয়ক্ষতি হয়নি।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়েছে, ক্রিমিয়ার সুনির্দিষ্ট কিছু লক্ষ্যবস্তুতে হামলা চালানোর জন্য ইউক্রেন এসব ড্রোন পাঠায়।
এর কিছুক্ষণ আগে ক্রিমিয়ার নেতার বিশেষ সহকারী ওলেগ ক্রিউচকভ তার টেলিগ্রাম চ্যানেলে লিখেছিলেন, ক্রিমিয়ার বিভিন্ন অংশে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।#
পার্সটুডে/এসআইবি/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ