নাইজারের রাজধানীর ফরাসি সেনাঘাঁটির কাছে গণ-বিক্ষোভ
(last modified Mon, 28 Aug 2023 08:27:28 GMT )
আগস্ট ২৮, ২০২৩ ১৪:২৭ Asia/Dhaka
  • নাইজারের রাজধানীর ফরাসি সেনাঘাঁটির কাছে গণ-বিক্ষোভ

নাইজার থেকে ফরাসি সেনা প্রত্যাহারের দাবিতে রাজধানী নিয়ামির একটি সেনাঘাঁটির কাছে দেশটির শত শত মানুষ বিক্ষোভ সমাবেশ করেছে। ওই ঘাঁটিতে ফ্রান্সের সেনা মোতায়েন রয়েছে।

গত মাসে নাইজারে সেনা অভ্যুত্থানের মাধ্যমে দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে ক্ষমতাচ্যুত করা হয়। বর্তমান জান্তা সরকার নাইজার থেকে ফরাসি সেনা প্রত্যাহারের জন্য সময়সীমা বেঁধে দিয়েছে।

জান্তা সরকারের এই পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়ে মূলত এসব মানুষ সেনা প্রত্যাহারের দাবিতে গতকাল (রোববার) বিক্ষোভ করে। এসময় তারা ফ্রান্স-বিরোধী নানা স্লোগান সম্বলিত ব্যানার, ফেস্টুন ও নাইজারের জাতীয় পতাকা হাতে নিয়ে মিছিল করে।বিক্ষোভকারীরা পশ্চিমা আফ্রিকান অর্থনৈতিক জোট ইকোওয়াসের বিরুদ্ধেও স্লোগান দেয়।

এই জোট এরইমধ্যে নাইজারের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং সাবেক প্রেসিডেন্ট বাজুমকে ক্ষমতায় পুনর্বহাল না করলে নাইজারে সামরিক অভিযান চালানোর হুমকি দিয়েছে।

 এর আগে, বিক্ষোভকারীরা হুমকি দিয়েছিল- এক সপ্তাহের মধ্যে নাইজার থেকে ফ্রান্সে ফিরে না গেলে ফরাসি সেনা ঘাঁটির ওপর হামলা চালানো হবে। নাইজারে প্রায় ১৫০০ ফরাসি সেনা মোতায়েন করা রয়েছে। ফরাসি উপনিবেশ থেকে নাইজার ১৯৬০ সালে স্বাধীন হয়।#

পার্সটুডে/এসআইবি/২৮ 

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।