ফরাসি চার্জ দ্য অ্যাফেয়ার্সকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব
-
ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়
পার্সটুডে-ইরানের বিরুদ্ধে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপমূলক অবস্থানের প্রতিবাদে তেহরানে নিযুক্ত ফরাসি চার্জ দ্য অ্যাফেয়ার্সকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।
ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর অবমাননাকর বক্তব্য এবং ভিত্তিহীন দাবির পর, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিতীয় কার্যালয়ের পশ্চিম ইউরোপ বিভাগের প্রধান মোহাম্মদ তানহায়ি তেহরানে দেশটির চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করেন এবং এ বিষয়ে তেহরানের তীব্র আপত্তির কথা তাকে জানানো হয়।
পার্সটুডে আরও জানায়, ওই তলব বৈঠকে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ বিভাগের প্রধান ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর উত্থাপিত দাবিগুলোকে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে স্পষ্ট হস্তক্ষেপ বলে বর্ণনা করেন। এ ধরনের দায়িত্বজ্ঞানহীন ও উস্কানিমূলক অবস্থানের নিন্দা জানিয়ে তিনি এ বিষয়ে ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিক ব্যাখ্যা দাবি করেন।
মোহাম্মদ তানহায়ি ইরানের ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে রাজনৈতিক লক্ষ্য অর্জনের জন্য একটি চলচ্চিত্র উৎসব আয়োজনের সুযোগকে কাজে লাগানোর নিন্দা জানান। তিনি জোর দিয়ে বলেন: মানবাধিকার বিশেষ করে ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারের ক্রমাগত লঙ্ঘনের ক্ষেত্রে ইহুদিবাদী ইসরাইলের অন্যতম প্রধান সমর্থক হিসেবে ফরাসি সরকারের মানবাধিকারের সমর্থক বলে দাবি করা এবং অন্যদের দোষারোপ করার কোনও নৈতিক অধিকার নেই।"
ফরাসি চার্জ দ্য অ্যাফেয়ার্স জানিয়েছেন তিনি বিষয়টি তার সরকারের কাছে পৌঁছে দেবেন।
কান চলচ্চিত্র উৎসবে একজন ইরানি চলচ্চিত্র নির্মাতাকে পাম ডি'অর প্রদানের সময়, ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল ব্যারোট এক্স সোশ্যাল নেটওয়ার্কে দেওয়া এক বার্তায় ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে পশ্চিমাদের কিছু মানবাধিকারের বানোয়াট দাবির পুনরাবৃত্তি করেন।#
পার্সটুডে/এনএম/২৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।