যেকোনো গোপন আলোচনার আগে নেতানিয়াহুর অনুমতি নেয়ার নির্দেশনা
https://parstoday.ir/bn/news/world-i127502-যেকোনো_গোপন_আলোচনার_আগে_নেতানিয়াহুর_অনুমতি_নেয়ার_নির্দেশনা
মুসলিম দেশগুলোর কর্মকর্তাদের সঙ্গে ইহুদিবাদী ইসরাইলের যেকোন মন্ত্রী গোপন আলোচনার আগে অনুমতি নেয়ার জন্য যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নির্দেশ জারি করেছেন। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ৩০, ২০২৩ ২০:০৪ Asia/Dhaka
  • যেকোনো গোপন আলোচনার আগে নেতানিয়াহুর অনুমতি নেয়ার নির্দেশনা

মুসলিম দেশগুলোর কর্মকর্তাদের সঙ্গে ইহুদিবাদী ইসরাইলের যেকোন মন্ত্রী গোপন আলোচনার আগে অনুমতি নেয়ার জন্য যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নির্দেশ জারি করেছেন। 

ইসরাইল এবং লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে নজিরবিহীন গোপন আলোচনার খবর প্রকাশের পর নেতানিয়াহু এই নির্দেশনা জারি করলেন।

নেতানিয়াহুর মুখপাত্র তোপাজ লুক গতকাল (মঙ্গলবার) জানান, যেকোনো গোপন আলোচনার ব্যাপারে আগেই প্রধানমন্ত্রীর কাছ থেকে অনুমতি নেয়ার পাশাপাশি ওই আলোচনার বিষয়ে কোনো খবর প্রকাশ করতে হলেও সে ব্যাপারে নেতানিয়াহুর কাছ থেকে অনুমতি নিতে হবে।

সম্প্রতি ইহুদিবাদী ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেনের সঙ্গে লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী নাজলা আল-মাঙ্গুশ গোপন বৈঠকে বসেন যদিও দেশ দুটির মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই।

গত রোববার এক সংবাদ সম্মেলনে এলি কোহেন জানান, লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির রাজধানীর রোমে গত সপ্তাহে তার বৈঠক হয়েছে। এই বৈঠককে তিনি ঐতিহাসিক বলে আখ্যা দেন।বৈঠকের খবর প্রকাশের পর লিবিয়াজুড়ে প্রচণ্ড বিক্ষোভ শুরু হয় এবং প্রধানমন্ত্রী আব্দুল হামিদ আল-দিবেইবা নাজলাকে বরখাস্ত করেন। বিক্ষোভের উন্মত্ততায় নাজলা মাঙ্গুশ দেশ ছেড়ে পালিয়ে যান।#

পার্সটুডে/এসআইবি/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।