আগস্ট ৩১, ২০২৩ ০৯:৩৩ Asia/Dhaka
  • ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোঝিন
    ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোঝিন

রাশিয়ার প্যারামিলিটারি গ্রুপ ওয়াগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোঝিন যে বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন তা ইচ্ছাকৃত হয়ে থাকতে পারে বলে আভাস দিয়েছে মস্কো। রাশিয়া বলেছে, ওই বিমান দুর্ঘটনার ব্যাপারে যে তদন্ত চলছে তা শেষ হলে এর সঠিক কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

রুশ প্রেসিডেন্টের আবাসিক প্রাসাদ ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ গতকাল (বুধবার) মস্কোয় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, বিমান দুর্ঘটনার কারণ অনুসন্ধানে যে তদন্ত চলছে সেখানে এ বিষয়টিও বিবেচনায় নেয়া হয়েছে যে, ইচ্ছাকৃতভাবে ওই দুর্ঘটনা ঘটানো হয়েছে।

গত জুন মাসে প্রিগোজিন সংক্ষিপ্ত সময়ের জন্য রুশ সামরিক বাহিনীর বিরুদ্ধে যে বিদ্রোহ করেছিলেন তার পরিপ্রেক্ষিতে গত ২৩ আগস্টের বিমান দুর্ঘটনাকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতিশোধ বলে অনেকে মনে করে আসছিলেন। তারা দাবি করছিলেন যে, প্রেসিডেন্ট পুতিন কোনো বিদ্রোহীকে ক্ষমা করেন না এবং তার নির্দেশেই প্রিগোঝিনকে বহনকারী বিমান বিধ্বস্ত হয়েছে।

কিন্তু এবার পুতিনের মুখপাত্র নিজে এই আভাস দিলেন যে, প্রিগোঝিনকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে ওই বিমান দুর্ঘটনায় পুতিনের হাত থেকে থাকলে তা যে রাশিয়ার নিজস্ব তদন্তে বেরিয়ে আসবে না একথা নিশ্চিত। সেক্ষেত্রে দিমিত্রি পেসকভ তার বক্তব্যের মাধ্যমে কী বোঝাতে চাইলেন তা এখনও স্পষ্ট নয়।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ

সংবাদ সম্মেলনে পেসকভ বলেন, “দুর্ঘটনার তদন্তে বিভিন্ন বিষয়কে বিবেচনায় নেয়া হচ্ছে। এরমধ্যে একটি বিষয় সবার জানা যে, ইচ্ছাকৃতভাবে ঘটনাটি ঘটানো হয়েছে। আমাদের রুশ তদন্তে কী বেরিয়ে আসে তা দেখার জন্য অপেক্ষা করুন।” ক্রেমলিনের মুখপাত্র এ ঘটনার আন্তর্জাতিক তদন্তের সম্ভাবনা নাকচ করে দিয়ে বলেন, দুর্ঘটনা ও তার পূর্ববর্তী জটিল পরিস্থিতির কারণে রাশিয়ার তত্ত্বাবধানেই তদন্ত হতে হবে।

গত ২৩ আগস্ট প্রিগোঝিনকে বহনকারী একটি বেসরকারি বিমান মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গে যাওয়ার পথে বিধ্বস্ত হয়ে এর ১০ আরোহীর সবাই মৃত্যু হয়।বিমানটিতে প্রিগোঝিনসহ ওয়াগনারের তিন শীর্ষ কর্মকর্তা, তাদের চারজন দেহরক্ষী এবং তিনজন ক্রু ছিলেন।#

পার্সটুডে/এমএমআই/এমএআর/৩১

ট্যাগ