সেপ্টেম্বর ০২, ২০২৩ ০৯:১০ Asia/Dhaka
  • গত ৩০ আগস্ট, ২০২৩-এ  রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পসকভের আকাশ বিস্ফোরণে জ্বলে ওঠে।
    গত ৩০ আগস্ট, ২০২৩-এ রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পসকভের আকাশ বিস্ফোরণে জ্বলে ওঠে।

রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় পেসকভ শহরের একটি বিমানবন্দরে সম্প্রতি ইউক্রেন যে ড্রোন হামলা চালিয়েছে তা রাশিয়ার ভেতর থেকে চালানো হয়েছে বলে কিয়েভ দাবি করেছে।

রাশিয়া গত বুধবার বলেছিল, দেশটির পেসকভ অঞ্চলের একটি বিমানবন্দরে বেশ কয়েকটি ড্রোন আঘাত হেনেছে এবং এর ফলে কয়েকটি পরিবহন বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়  সেদিন জানিয়েছিল, রাশিয়ার আরো পাঁচটি অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলা প্রতিহত করা হয়েছে।

এ সম্পর্কে গতকাল (শুক্রবার) ইউক্রেনের প্রতিরক্ষা বিভাগের গোয়েন্দা কর্মকর্তা কিরলিও বুনাদভ দাবি করেন, হামলাটি তাদের পক্ষ থেকে চালানো হলেও তা রাশিয়ার ভেতর থেকেই পরিচালিত হয়েছে। তিনি অনলাইন প্রকাশনা ‘ওয়ারজোন’কে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, “আমরা এখন রুশ ভূখণ্ডের ভেতর থেকে অপারেশন পরিচালনা করছি।” বুনাদভ বলেন, “ওই হামলায় রাশিয়ার চারটি আইএল-৭৬ সামরিক পরিবহন বিমানকে টার্গেট করা হয়।এর ফলে দু’টি বিমান ধ্বংস হয়ে যায় এবং বাকি দু’টি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।”

রাশিয়ার পেসকভ অঞ্চলের পশ্চিমে রয়েছে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোভুক্ত দেশ এস্তোনিয়া ও লাটভিয়া এবং দক্ষিণে রয়েছে রাশিয়ার মিত্রদেশ বেলারুশ। গত মে মাসেও ওই অঞ্চলে ড্রোন হামলা চালিয়েছিল ইউক্রেন।#

পার্সটুডে/এমএমআই/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ