সেপ্টেম্বর ০২, ২০২৩ ১৪:২৭ Asia/Dhaka
  • সামরিক কর্মকর্তাদের দিক নির্দেশনা দিচ্ছেন কিম জং উন।
    সামরিক কর্মকর্তাদের দিক নির্দেশনা দিচ্ছেন কিম জং উন।

দক্ষিণ কোরিয়ার সঙ্গে প্রচণ্ড সামরিক উত্তেজনার মাঝে পীতসাগর লক্ষ্য করে কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এই খবর নিশ্চিত করেছে।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ জানিয়েছেন, স্থানীয় সময় ভোর চারটার দিকে উত্তর করে এসব ক্ষেপণাস্ত্র ছোড়ে। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত আর কিছু বলেননি।  দক্ষিণ কোরিয়ার সরকারি বার্তা সংস্থা ইয়োনহ্যআপ এই খবর দিয়েছে।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ বলেন, "আমাদের সামরিক বাহিনী গভীরভাবে উত্তর কোরিয়ার তৎপরতা পর্যবেক্ষণ করছে, এর পাশাপাশি আমাদের সেনারা মার্কিন সেনাবাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার মধ্যদিয়ে যুদ্ধের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে।

এদিকে, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর জাপান প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, উত্তর কোরিয়া বারবার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করার কারণে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা হুমকির মুখে পড়েছে।#

পার্সটুডে/এসআইবি/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ