সেপ্টেম্বর ০৩, ২০২৩ ১০:১৮ Asia/Dhaka
  • ক্রিমিয়া সেতুতে ইউক্রেনের আরেক দফা ড্রোন হামলা ঠেকাল রাশিয়া

ক্রিমিয়া প্রজাতন্ত্রের একটি কৌশলগত সেতুকে লক্ষ্য করে ইউক্রেনের পরিচালিত আরেক দফা ড্রোন হামলা ব্যর্থ করে দেয়ার দাবি করেছে রাশিয়া। এর ফলে রাশিয়ার সঙ্গে ক্রিমিয়া প্রজাতন্ত্রের সংযোগ রক্ষাকারী ‘কার্চ’ সেতু অক্ষত রয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইউক্রেনের তিনটি নৌ ড্রোন ধ্বংস করা হয়েছে। এর মধ্যে একটি শুক্রবার রাতে এবং বাকি দু’টি শনিবার ভোররাতে ধ্বংস করা হয়।

বিবৃতিতে বলা হয়, ১ সেপ্টেম্বর মস্কো সময় রাতে ১১টা ১৫ মিনিটে ইউক্রেন একটি অর্ধ-ডুবন্ত চালকবিহীন নৌকা দিয়ে ক্রিমিয়া সেতুতে সন্ত্রাসী হামলা চালানোর চেষ্টা করে। কিন্তু কৃষ্ণসাগরের ওই হামলার প্রচেষ্টায় জড়িত নৌকাটিকে তাৎক্ষণিকভাবে শনাক্ত ও ধ্বংস করা হয়।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরো জানায়, তিন ঘণ্টা পর শনিবার ভোররাত ২টা ১০ মিনিটে একই এলাকায় কার্চ সেতুতে হামলা চালাতে আসা আরেকটি নৌ ড্রোন ধ্বংস করা হয়। আর তৃতীয় ড্রোনটি ধ্বংস করা হয় ভোররাত ২টা ২০ মিনিটে।

এদিকে রাশিয়ার বেলগোরোদ অঞ্চলের কয়েকটি অবস্থানে ইউক্রেনের রকেট ও ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত ও অপর দু’জন আহত হয়েছে। রাশিয়ার দোনেস্ক প্রজাতন্ত্রের রাজধানী দোনেস্কের একটি মার্কেটে ইউক্রেনের আরেক রকেট হামলায় এক শিশু নিহত ও অন্তত ১০ জন আহত হয়। সেখানে অন্তত ১৫টি রকেট নিক্ষেপ করেছিল কিয়েভ সরকার।#

পার্সটুডে/এমএমআই/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ