'কিয়েভকে সাহায্য বন্ধ করলে পশ্চিমা সরকারগুলোর পতন হবে'
(last modified Tue, 12 Sep 2023 06:22:18 GMT )
সেপ্টেম্বর ১২, ২০২৩ ১২:২২ Asia/Dhaka
  • 'কিয়েভকে সাহায্য বন্ধ করলে পশ্চিমা সরকারগুলোর পতন হবে'

পশ্চিমা দেশগুলো যদি ইউক্রেনকে সহযোগিতা দেয়া অব্যাহত না রাখে তাহলে ব্যালট বাক্সে এসব সরকারের পতন হবে বলে ভবিষ্যদ্বাণী করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

তিনি সতর্ক করে দিয়ে একথাও বলেছেন যে, সাহায্য বন্ধ করলে পশ্চিমা দেশগুলোতে অবস্থানরত লাখ লাখ শরণার্থী নিয়ে বিপদে পড়ে যাবে এসব দেশ।

তিনি ইকোনোমিস্টকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন। জেলেনস্কি দাবি করেন, পশ্চিমা নেতাদের সঙ্গে বৈঠকের সময় তাদের চোখের ভাষা পড়ে তিনি বুঝতে পেরেছেন কিয়েভের প্রতি পাশ্চাত্যের সমর্থন হ্রাস পাচ্ছে।

তিনি বলেন, ইউক্রেনকে সমর্থন না দেয়ার অর্থ হবে চলমান সংঘাতে রুশ পক্ষ নেয়া। জেলেনস্কি বলেন, “যদি সহযোগীরা আমাদেরকে সাহায্য না করেন তাহলে তার অর্থ হবে যুদ্ধ জয়ের জন্য তারা রাশিয়াকে সাহায্য করবেন।”

তার মতে, পশ্চিমা নেতারা যদি ইউক্রেনকে পরাজিত হতে দেন তাহলে এসব দেশের ভোটাররা তাদের নেতাদের ক্ষমা করবে না। সেইসঙ্গে পশ্চিমা দেশগুলোতে বসবাসরত লাখ লাখ শরণার্থীও অসঙ্গত আচরণ শুরু করবে বলে তিনি মন্তব্য করেন। জেলেনস্কি বলেন, ইউক্রেনের জনগণ সাধারণত ‘খারাপ আচরণ’ করে না কিন্তু আশ্রয়দাতা দেশগুলো যদি তাদের পিঠ দেয়ালে ঠেকিয়ে দেয় তাহলে তার ‘পরিণতি’ ভালো হবে না।

২০২২ সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করার পর থেকে আমেরিকাসহ ইউরোপীয় দেশগুলো কয়েক হাজার কোটি ডলারের সমরাস্ত্র দিয়ে ইউক্রেনকে সহযোগিতা করেছে। এই সাহায্য যখন ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে তখন জেলেনস্কি এসব কথা বললেন।

ইউক্রেনের নেতারা যুদ্ধের মধ্যেও পশ্চিমা দেশগুলোর আর্থিক সহযোগিতা আত্মসাৎ করছেন বলে ব্যাপকভাবে অভিযোগ রয়েছে। প্রেসিডেন্ট জেলেনস্কি দুর্নীতির অভিযোগে এ পর্যন্ত একাধিক মন্ত্রীসহ বহু কর্মকর্তাকে বরখাস্তও করেছেন। কিন্তু পর্যবেক্ষকরা বলছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট নিজে পশ্চিমা সাহায্য আত্মসাতের ক্ষেত্রে অগ্রগামী অবস্থানে রয়েছেন।#

পার্সটুডে/এমএমআই/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ