পাকিস্তানে ঈদে মিলাদুন্নবীর সমাবেশে সন্ত্রাসী হামলায় নিহত ৫২, ইরানের গভীর শোক
(last modified Fri, 29 Sep 2023 10:05:46 GMT )
সেপ্টেম্বর ২৯, ২০২৩ ১৬:০৫ Asia/Dhaka
  • পাকিস্তানে ঈদে মিলাদুন্নবীর সমাবেশে সন্ত্রাসী হামলায় নিহত ৫২, ইরানের গভীর শোক

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের  মাস্তুং জেলায় পবিত্র ঈদে মিলাদুন্নবীর শোভাযাত্রায় বোমা বিস্ফোরণে ৫২ জন নিহত ও ৫০ জন আহত হয়েছেন। এটি আত্মঘাতী বোমা হামলা ছিল বলে পুলিশ ধারণা করছে।

মাস্তুং পুলিশের সহকারী কমিশনার আত্তাহুল মুনিম বলেছেন, শহরের আলফালাহ সড়কে মদিনা মসজিদের কাছে ঈদে মিলাদুন্নবীর শোভাযাত্রায় অংশ নেওয়ার জন্য যখন মুসলমানেরা সমবেত হচ্ছিলেন তখনি সেখানে বিস্ফোরণ ঘটানো হয়  পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট (ডিএসপি) গিশকোরি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তার গাড়ির কাছেই বিস্ফোরণটি হয়েছে। এই বিস্ফোরণে অপর এক পুলিশ কর্মকর্তাও নিহত হয়েছেন।

বিস্ফোরণস্থলের বেশ কিছু ছবি এবং ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। এসব ছবিও ভিডিওতে দেখা গেছে, ঘটনাস্থলে বেশ কয়েকটি রক্তাক্ত দেহ মাটিতে পড়ে আছে। বেশ কিছু বিচ্ছিন্ন অঙ্গপ্রত্যঙ্গও পড়ে থাকতে দেখা গেছে। তবে ছবি এবং ভিডিওগুলোর সত্যতা যাচাই করা যায়নি।

বেলুচিস্তানের অন্তর্বর্তীকালীন সরকারের তথ্যমন্ত্রী জান আচাকজাই বলেন, গুরুতর আহতদের কোয়েটার হাসপাতালে নেওয়া হয়েছে। সব হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

আচাকজাই আরও বলেন, বিদেশিদের সমর্থন নিয়ে শত্রুপক্ষ বেলুচিস্তানে ধর্মীয় সহিষ্ণুতা ও শান্তি ক্ষুণ্ন করতে চায়। এ ধরনের বিস্ফোরণ মেনে নেওয়া যায় না।  বিস্ফোরণে দায়ীদের গ্রেপ্তার করতে অন্তর্বর্তীকালীন সরকারের মুখ্যমন্ত্রী আলি মারদান দোমকি কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

এ মাসের শুরুতে একই জেলায় বিস্ফোরণে জামিয়াত উলেমা ই ইসলাম ফজলের নেতা হাফিজ হামদুল্লাহসহ ১১ জন আহত হন।

ইরানের শোক

এদিকে, ইসলামি প্রজাতন্ত্র ইরান পাকিস্তানের বেলুচিস্তানে ঈদে মিলাদুন্নবীর শোভাযাত্রায় বোমা হামলার তীব্র নিন্দা জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি এক বার্তায় এই হামলায় হতাহতদের পরিবার, পাকিস্তান সরকার এবং দেশটির জনগণের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান।  

তিনি বলেন, দয়া ও কল্যাণের নবী হজরত মুহাম্মাদ (স.)'র শুভ জন্মবার্ষিকীর অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের ওপর হামলার এই ঘটনা থেকে এটা স্পষ্ট হামলাকারী সন্ত্রাসীরা মহানবী (স.)'র ঐশী শিক্ষার ধারে-কাছেও নেই।#

পার্সটুডে/এসএ/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ