অক্টোবর ০১, ২০২৩ ১০:০৮ Asia/Dhaka
  • মেদভেদেভ (মাঝে)
    মেদভেদেভ (মাঝে)

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, তার দেশ ইউক্রেনের আরো নতুন নতুন অঞ্চলকে নিজের অন্তর্ভুক্ত করবে। ইউক্রেনের চারটি অঞ্চল দোনেস্ক, লুগানস্ক, জাপোরোজ্জিয়া ও খেরসনকে রুশ ফেডারেশনে অন্তর্ভুক্ত করার প্রথম বার্ষিকীতে গতকাল (শনিবার) এ প্রত্যয় জানান মেদভেদেভ।

সাবেক রুশ প্রেসিডেন্ট নিজের টেলিগ্রাম চ্যানেলে লিখেছেন, ওই চার অঞ্চলের জনগণ এক বছর আগে গণভোটে অংশ নিয়ে ‘তাদের পিতৃভূমির সঙ্গে’ একীভূত হওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন। তিনি আরো লিখেছেন, “ওই সিদ্ধান্ত গ্রহণের ফলে যে কেবল ঐতিহাসিক ন্যায়বিচার পুনরুদ্ধারের সুযোগ সৃষ্টি হয়েছে তাই নয়, সেই সঙ্গে বিষয়টি রাশিয়ার জনগণের ঐক্য, তাদের বিশাল আকাঙ্ক্ষা এবং উৎসর্গের প্রতীক হয়ে উঠেছে।”

দিমিত্রি মেদভেদেভ বর্তমানে রাশিয়ার প্রভাবশালী নিরাপত্তা পরিষদের উপ-প্রধানের দায়িত্ব পালন করছেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কিয়েভের বর্তমান সরকারের বিলুপ্তির মাধ্যমে শত্রুর হাত থেকে ঐতিহাসিক রুশ ভূখণ্ড পুনরুদ্ধার না করা পর্যন্ত ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান চলবে।

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট বলেন, “আমরাই বিজয়ী হবো এবং আরো নতুন নতুন অঞ্চল রাশিয়ার অন্তর্ভুক্ত হবে।”

২০২২ সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করেছিল। এরপর ওই বছরের মাঝামাঝি সময়ের মধ্যে ইউক্রেনের চারটি অঞ্চল দখল করে নেয় রুশ সেনাবাহিনী।

২০২২ সালের ৩০ সেপ্টেম্বর অঞ্চলগুলোতে একযোগে গণভোট অনুষ্ঠিত হয় এবং তাতে এসব অঞ্চলের জনগণ রুশ ফেডারেশনে অন্তর্ভুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করে বলে মস্কো দাবি করে। তখন থেকে ওই চার অঞ্চল রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। ইউক্রেন গত প্রায় চার মাস ধরে পাল্টা হামলা চালিয়ে এসব অঞ্চল পুনরুদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়েছে।#

পার্সটুডে/এমএমআই/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

  •  

ট্যাগ