১৩৯টি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে
ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে প্রতিশ্রুতিবদ্ধ নিউজিল্যান্ডের ক্ষমতাসীন লেবার পার্টি
ইহুদিবাদী ইসরাইল এবং ফিলিস্তিনের মধ্যকার চলমান দ্বন্দ্ব মীমাংসার পূর্বশর্ত হিসেবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং তাকে স্বীকৃতি দিতে নিউজিল্যান্ডের ক্ষমতাসীন লেবার পার্টি প্রতিশ্রুতিবদ্ধ বলে ঘোষণা দিয়েছে।
যখন সারা বিশ্বে ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি সমর্থন বাড়ছে এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের ওপর বিশ্বের বিভিন্ন দেশ গুরুত্বারোপ করছে তখন নিউজিল্যান্ডের ক্ষমতাসীন দলের পক্ষ থেকে এই ঘোষণা এলো।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের নতুন রাষ্ট্রদূত নিউজিল্যান্ডে নিজের পরিচয়পত্র পেশ করার পর লেবার পার্টি তাকে স্বাগত জানায়। এর আগে গত ফেব্রুয়ারি মাসে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিযুক্ত ফিলিস্তিনি জেনারেল ডেলিগেশনের প্রধান ইজ্জত সালা আব্দুল হাদির সঙ্গে বৈঠক করেছিলেন।
বিশ্বের ১৯৩টি দেশ বর্তমানে জাতিসংঘের সদস্য। এর মধ্যে ১৩৯টি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। এ অবস্থায় নিউজিল্যান্ডের এই সমর্থন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি ও পরিকল্পনাকে জোরালো করবে।#
পার্সটুডে/এসআইবি/৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।