অক্টোবর ১৯, ২০২৩ ১৭:৩৮ Asia/Dhaka
  • গাজার হাসপাতালে বোমা হামলার জন্য চূড়ান্ত বিচারে আমেরিকা দায়ী

ইহুদিবাদী ইসরাইল মঙ্গলবার ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার আল-আহলি আরব হাসপাতালে যে ভয়াবহ বোমা হামলা চালিয়েছে তার জন্য আমেরিকাকে দায়ী করেছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ।

তিনি টেলিগ্রাম চ্যানেলে দেয়া এক পোস্টে বলেন, গাজার হাসপাতালে যে হামলা হয়েছে তা ভয়াবহ এবং সুস্পষ্টভাবে যুদ্ধাপরাধ। এর জন্য চূড়ান্ত বিচারে আমেরিকা দায়ী কারণ তারা অস্ত্র বিক্রির মাধ্যমে তাদের সামরিক শিল্পকে বিত্তবান বানানোর চেষ্টা করছে। আমেরিকা সারা বিশ্বে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার নামে যুদ্ধবিগ্রহ ও অস্ত্র ব্যবসা চালিয়ে আসছে।
মঙ্গলবার গাজার হাসপাতালে হামলার পর মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের সমন্বয়কারী জন কারবি বলেন, বুধবার প্রেসিডেন্ট জো বাইডেন ইসরাইল সফরের সময় এ বিষয়ে তেল আবিবকে কঠিনভাবে প্রশ্ন করবেন। কিন্তু গতকাল ইসরাইল সফরের সময় প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, আমেরিকা সবসময়ের জন্য ইসরাইলের পাশে থাকবে।
গাজার হাসপাতালের বোমা হামলায় এ পর্যন্ত ৮০০ এর বেশি মানুষ শহীদ এবং বহু মানুষ আহত হয়েছেন যাদের অনেকের অবস্থা গুরুতর। ফলে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।#
পার্সটুডে/এসআইবি/১০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ