ইসরাইলের সমস্ত অপরাধযজ্ঞের মূলে রয়েছে মার্কিন সমর্থন
https://parstoday.ir/bn/news/world-i129632-ইসরাইলের_সমস্ত_অপরাধযজ্ঞের_মূলে_রয়েছে_মার্কিন_সমর্থন
মালোশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেছেন, ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে যত বর্বরতা চালাচ্ছে তার পেছনে রয়েছে তেল আবিবের প্রতি আমেরিকার অকুন্ঠ সমর্থন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ২০, ২০২৩ ১৮:৩৬ Asia/Dhaka
  • মাহাথির মোহাম্মদ
    মাহাথির মোহাম্মদ

মালোশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেছেন, ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে যত বর্বরতা চালাচ্ছে তার পেছনে রয়েছে তেল আবিবের প্রতি আমেরিকার অকুন্ঠ সমর্থন।

গতকাল (বৃহস্পতিবার) এক্স পেইজে দেয়া এক পোস্টে মাহাথির মোহাম্মদ বলেন, "মূল বিষয় হলো যে, ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের পক্ষ থেকে সংঘটিত সমস্ত নৃশংসতা তেল আবিবের প্রতি মার্কিন সমর্থন থেকে উদ্ভূত।"

তিনি বলেন, "মার্কিন সরকার যদি ইসরাইলের প্রতি সমর্থন প্রত্যাহার করে এবং ইসরাইল সরকারকে সমস্ত সামরিক সহায়তা বন্ধ করে, তাহলে ইসরাইল নির্বিঘ্নে ফিলিস্তিনিদের ওপর গণহত্যা এবং চালাতে পারবে না।"

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আরো বলেন, গাজার হাসপাতালে ফিলিস্তিনিরা ভুলক্রমে রকেট হামলা চালিয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে বক্তব্য দিয়েছেন তা সম্পূর্ণ হাস্যকর এবং অযৌক্তিক। তিনি প্রশ্ন রেখে বলেন, “আল-আহলি আরব হাসপাতালের বিস্ফোরণ যে ইসরাইলের বিমান থেকে বোমার কারণে হয়েছে কেন তাতে সন্দেহ পোষণ করা হচ্ছে?” 

পার্সটুডে/এসআইবি/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।