নভেম্বর ০২, ২০২৩ ১৮:৪৩ Asia/Dhaka
  • নেবেনজিয়া
    নেবেনজিয়া

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, ইহুদিবাদী ইসরাইল যেহেতু দখলদার শক্তি সে জন্য তার নিজেকে রক্ষার কোনো অধিকার নেই। এর পাশাপাশি ইসরাইল-ফিলিস্তিন বিরোধ নিষ্পত্তির আগে ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার জন্য আরব রাষ্ট্রগুলোর প্রচেষ্টার নিন্দা জানিয়েছেন তিনি।

গতকাল (বুধবার) জাতিসংঘ সাধারণ পরিষদের বিশেষ অধিবেশনে দেয়া বক্তৃতায় এ কথা বলেন রুশ রাষ্ট্রদূত। একই সঙ্গে তিনি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল যে ভয়াবহ আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তা দ্রুত বন্ধের দাবি জানান।

তিনি বলেন, পুরো অঞ্চলে সহিংসতা ছড়িয়ে পড়া ঠেকানোর জন্য এই রক্তপাত দ্রুত বন্ধ হওয়ার জরুরি; তা না হলে কখনো এই সংঘাত থামানো যাবে না। হামাসের হাতে বন্দীদের মুক্তিসহ চলমান সংকটের কূটনৈতিক সমাধানের জন্য মধ্যস্থতাকারীদের কাজ করার সুযোগ দেয়ার দাবি জানান তিনি। ভ্যাসিলি নেবেনজিয়া বলেন, ইহুদি সম্প্রদায়ের লোকজন কয়েক শতাব্দী ধরে দুঃখ-কষ্টের মধ্যে ছিল। ফলে সাধারণ মানুষের ভোগান্তি তারাই সবচেয়ে ভালো বুঝবে।

ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের চলমান বর্বর আগ্রাসনের জন্য তিনি সরাসরি আমেরিকাকে দায়ী করেন। নেবেনজিয়া বলেন, জাতিসংঘে রাশিয়ার তোলা যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দিয়ে আমেরিকা ইসরাইলকে এই বর্বরতা চালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে।#

পার্সটুডে/এসআইবি/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ