ইসরাইলবিরোধী হামলার ‘পরিমাণ ও গুণগত মান’ শক্তিশালী হবে: হিজবুল্লাহ
(last modified Thu, 13 Jun 2024 04:42:48 GMT )
জুন ১৩, ২০২৪ ১০:৪২ Asia/Dhaka
  • শহীদ কমান্ডার তালেব সামি আব্দুল্লাহ (বামে) ও শহীদ কাসেম সোলাইমানি (ডানে)
    শহীদ কমান্ডার তালেব সামি আব্দুল্লাহ (বামে) ও শহীদ কাসেম সোলাইমানি (ডানে)

দক্ষিণ লেবাননে ইহুদিবাদী ইসরাইলের হামলায় হিজবুল্লাহর একজন সিনিয়র কমান্ডার শহীদ হওয়ার পর প্রতিশোধ নিতে ইসরাইলবিরোধী হামলার ‘পরিমাণ ও গুণগত মান’ ব্যাপকভাবে শক্তিশালী করার হুমকি দিয়েছে হিজবুল্লাহ।

লেবাননের এই প্রতিরোধ সংগঠনের নির্বাহী পরিষদের চেয়ারম্যান শেখ হাশেম সাফিউদ্দিন এই হুঁশিয়ারি উচ্চরণ করেছেন। মঙ্গলবার দক্ষিণ লেবাননের একটি বাড়িতে ইসরাইলি ড্রোন হামলায় নিহত কমান্ডার তালেব সামি আব্দুল্লাহর জানাযা অনুষ্ঠানে অংশগ্রহণ করে বুধবার তিনি এ হুঁশিয়ারি দেন।

সাফিউদ্দিন বলেন, “এই পবিত্র রক্তপাতের পর আমাদের সুনির্দিষ্ট এবং অনিবার্য প্রতিক্রিয়া হবে এই যে, আমরা আমাদের অভিযানের তীব্রতা, শক্তি এবং বৈচিত্র্য বৃদ্ধি করব। কারা শহীদ আবু তালিবের ভাই ও সন্তান ইহুদিবাদী শত্রু  তার প্রমাণ দেখতে পাবে।”

ইহুদিবাদী ইসরাইল প্রতিরোধ কমান্ডারদের হত্যা করে হিজবুল্লাহকে দুর্বল করতে পারবে না বলে প্রত্যয় জানান সংগঠনটির এই সিনিয়র নেতা। উল্টো ইসরাইল যেন এখন থেকে আরো কঠিন জবাবের অপেক্ষায় থাকে বলে তিনি মন্তব্য করেন।

হিজবুল্লাহর নির্বাহী পরিষদের চেয়ারম্যান বলেন, “ইহুদিবাদী শত্রু  এখনও নির্বোধই রয়ে গেছে এবং সে অতীত থেকে শিক্ষা নেয়নি। সে এখনও ভাবছে, নেতাদের হত্যা করলে প্রতিরোধ দুর্বল হয়ে পড়বে। কিন্তু অভিজ্ঞতা বারবার একথা প্রমাণ করেছে যে, কোনো নেতা শহীদ হলে প্রতিরোধ আরো তীব্র ও ক্ষুরধার হয়।”

তিনি বলেন, “উত্তর ইসরাইলে তাদের উপর যা ঘটেছে তার জন্য শত্রু যদি চিৎকার করে ও হাহাকার করে, তাহলে তাদেরকে কাঁদতে ও বিলাপ করার জন্য নিজেদের প্রস্তুত করতে দিন।”

এদিকে হিজবুল্লাহর শীর্ষস্থানীয় কমান্ডারের শাহাদাতের ঘটনায় আলাদা আলাদা বিৃবতিতে হিজবুল্লাহ নেতাদের সমবেদনা জানিয়েছে ফিলিস্তিনের  হামাস এবং ইসলামি জিহাদ আন্দোলন।

ইসলামি জিহাদ বলেছে, সামি আব্দুল্লাহ ছিলেন এমন একজন কমান্ডার যিনি লেবানন, ফিলিস্তিন, গাজা উপত্যকা এবং পশ্চিম তীরের জনগণকে রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। অন্যদিকে, একজন বীরযোদ্ধা হিসেবে সামি আবদুল্লাহর প্রশংসা করে হামাস বলেছে, ইসরাইলবিরোধী যুদ্ধে বীরত্বপূর্ণ অংশগ্রহণের মাধ্যমে তিনি ফিলিস্তিনি জনগণের রক্ষক ও সমর্থক হয়ে উঠেছিলেন।

মঙ্গলবার রাতে দক্ষিণ লেবাননের জোয়াইয়া গ্রামে এক ড্রোন হামলায় সামি আব্দুল্লাহ শহীদ হন। ওই হামলায় আরো তিন হিজবুল্লাহ যোদ্ধা নিহত হন বলে জানা গেছে। গাজা উপত্যকার ওপর ইসরাইলি গণহত্যার প্রতিবাদে গত বছরের অক্টোবর থেকেই দখলদারদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ যা পরিচালয় শহীদ সামি আব্দুল্লাহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন।

তার শাহাদাতের বদলা নিতে বুধবার উত্তর ইসরাইলে ঝাঁকে ঝাঁকে রকেট নিক্ষেপ করে হিজবুল্লাহ। ইসরাইলি গণমাধ্যমগুলো জানিয়েছে, বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইসরাইল অভিমুখে ২১৫টি রকেট ছুড়েছে লেবাননের এই প্রতিরোধ আন্দোলন। #

পার্সটুডে/এমএমআই/১৩                  

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ