নভেম্বর ০৩, ২০২৩ ১৯:২১ Asia/Dhaka
  • ইসরাইলি সেনা
    ইসরাইলি সেনা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় স্থল অভিযান চালাতে গিয়ে আজ (শুক্রবার) ইসরাইলের আরো চার সেনা নিহত হয়েছে। এরমধ্যে দুইজন মেজর রয়েছেন। এছাড়া ৬টি ট্যাংক, ২টি সামরিক যান এবং একটি বুলডোজার ধ্বংস করেছে হামাসের আল-কাসসাম ব্রিগেড। এসব তথ্য জানিয়েছেন সংগঠনটির মুখপাত্র আবু উবায়দা।

এর আগে গতকাল হামাস যোদ্ধাদের হামলায় যেসব ইসরাইল সেনা নিহত হয়েছে তার মধ্যে এক লেফটেন্যান্ট কর্নেল রয়েছেন। গত মঙ্গলবার থেকে গাজা উপত্যকায় স্থল অভিযান চালানোর চেষ্টা করছে দখলদার ইসরাইলি সেনারা। কিন্তু হামাসের বাধার মুখে তারা বড় রকমের ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। এ পর্যন্ত মোট ২৩ সেনা নিহত হয়েছে বলে ইসরাইলের দৈনিক হারেৎজ পত্রিকা জানিয়েছে।

তবে কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা বলেছেন, নিহত সেনাদের প্রকৃত সংখ্যা প্রকাশ করছে না ইসরাইল।

এদিকে, যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আবারো ইসরাযইল সফরে পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এরইমধ্যে তিনি নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন তবে সেখানে কী আলোচনা হয়েছে তা এখনো জানা যায়। অবশ্য দৈনিক হারেৎজ পত্রিকা বলছে, গাজায় মানবিক প্রাণ পাঠানোর জন্য যুদ্ধবিরতির ওপর জোর দেবেন ব্লিংকেন।#

পার্সটুডে/এসআইবি/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ