নভেম্বর ২৬, ২০২৩ ১৩:২৭ Asia/Dhaka
  • মার্কিন গাইডেড মিসাইল ডেস্ট্রয়ারকে চ্যালেঞ্জ করলো চীনা নৌবাহিনী

চীনের সামরিক বাহিনী তাদের নিজস্ব পানিসীমা থেকে আমেরিকার একটি যুদ্ধাজাহাজকে তাড়িয়ে দিয়েছে। দক্ষিণ চীন সাগরের বিতর্কিত জিশা বা পারাসেল দ্বীপপুঞ্জের কাছে এই ঘটনা ঘটে।

চীনের পিপলস লিবারেশন আর্মি বা পিএলএ’র এক মুখপাত্র গতকাল (শনিবার) আমেরিকাকে ‘নিরাপত্তা ঝুঁকি সৃষ্টিকারী’ বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, আমেরিকা হচ্ছে এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার ক্ষেত্রে সবচেয়ে বড় বিঘ্ন সৃষ্টিকারী।

পিএলএ’র দক্ষিণাঞ্চলীয় কমান্ডের মুখপাত্র সিনিয়র কর্নেল তিয়ান জুনলি বলেন, “আমেরিকা তার গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস হপারের চীনা পানিসীমায় অনুপ্রবেশ ঘটিয়ে মারাত্মকভাবে চীনের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। এ ঘটনার মধ্যদিয়ে আবারো প্রমাণ হলো যে, আমেরিকা এই অঞ্চলের সমুদ্রপথে একাধিপত্য বিস্তারের চেষ্টা করছে, পাশাপাশি তারার দক্ষিণ চীন সাগরকে সামরিককীকরণ করতে চাইছে।”

এ ঘটনার পর পরিস্থিতি পর্যবেক্ষণ ও অনুপ্রবেশকারীদের তাড়িয়ে দিতে চীনা সামরিক বাহিনী ওই এলাকায় বিমান ও নৌ সেনা মোতায়েন করেছে। চীনের এ অভিযোগ সম্পর্কে মার্কিন সেনা সদরদপ্তর পেন্টাগন কোনো মন্তব্য করেনি।#

পার্সটুডে/এসআইবি/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন

ট্যাগ