ডিসেম্বর ২৫, ২০২৩ ২১:২৫ Asia/Dhaka
  • মেদভেদেভ
    মেদভেদেভ

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে ইউক্রেনকে যে নিরাপত্তার গ্যারান্টি দেয়া হচ্ছে তা নিতান্তই অপ্রয়োজনীয় এবং এটি কাগজের ছেড়া টুকরো ছাড়া আর কিছু না। এর মধ্য দিয়ে ইউক্রেন নিরাপত্তার নিশ্চয়তা না পেলেও দেশটিতে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক ঘাঁটি প্রতিষ্ঠা হবে যা সরাসরি রাশিয়ার সাথে সংঘাত সৃষ্টি করবে।

তিনি আজ (সোমবার) বলেন, পশ্চিমা দেশগুলো ইউক্রেনের নিরাপত্তার গ্যারান্টি বিষয়ে যে ঘোষণা দিয়েছে এবং তারা ইউক্রেনের প্রতিরক্ষা শিল্প ও গোয়েন্দা তথ্য বিনিময়ের যে কথা বলছে তাতে ইউক্রেন কিছু পাবে না কিন্তু রাশিয়ার নিরাপত্তা ঝুঁকির মুখে ফেলবে।

রাশিয়ার সাবেক ভাইস প্রেসিডেন্ট আরো বলেন, কিয়েভ ইউরোপীয় ইউনিয়নের কাছে নিরাপত্তার নিশ্চয়তা চেয়ে মূলত তারা রাশিয়া-বিরোধী একটি সমঝোতা প্রতিষ্ঠার চেষ্টা করছে। কিন্তু প্রকৃতপক্ষে এর বিশেষ কোন গুরুত্ব নেই, এটা নিতান্তই বাহুল্য ছেড়া কাগজের মতো।

মেদভেদে বলেন, যদি এই নিরাপত্তা বিষয়ক কোনো চুক্তি সই হয় তবে তাতে ইউক্রেনের নব্য নাৎসিবাদীরা লাভবান হবে, তারাই ক্ষমতাধর হয়ে উঠবে।

এর একদিন আগে ইউক্রেনের প্রেসিডেন্টের প্রধান সহকারী আন্দ্রে সিবিগা বলেন, ইউরোপীয় ইউনিয়নের সদস্য অস্ট্রিয়া, ক্রোয়েশিয়া, পোল্যান্ড, হাঙ্গেরি, স্লোভাকিয়া এবং মালটা ইউক্রেনকে নিরাপত্তার নিশ্চয়তা দেয়ার প্রতি সমর্থন জানিয়েছেন। বিষয়টি শিগগিরই ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ পর্যায়ে আলোচিত হবে বলে তিনি নিশ্চিত। ইউক্রেনের পক্ষ থেকে এই বক্তব্যের পর দিমিত্রি মেদভেদেভ প্রতিক্রিয়া জানালেন।#

পার্সটুডে/এসআইবি/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ