লোহিত সাগরে উত্তেজনা
ইরানকে ইয়েমেন সম্পর্কে গোপন বার্তা দিয়েছি: মার্কিন প্রেসিডেন্ট বাইডেন
-
জো বাইডেন
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি লোহিত সাগরে ইয়েমেনের ইসরাইল-বিরোধী অভিযানের ব্যাপারে ইরানের কাছে একটি ‘গোপন’ বার্তা পাঠিয়েছেন। ইয়েমেনে মার্কিন সন্ত্রাসী সেনারা দ্বিতীয় দিনের মতো বোমা হামলা চালানোর পর হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান।
বাইডেন বলেন, “আমি [ইরানের কাছে] ব্যক্তিগতভাবে বার্তা পাঠিয়েছি এবং আমরা এ ব্যাপারে নিশ্চিন্ত যে, আমরা পূর্ণ প্রস্তুতি নিয়েছি।” তবে তিনি ঠিক কী বার্তা দিয়েছেন তা স্পষ্ট না করলেও মার্কিন গণমাধ্যমগুলো জানিয়েছে, বাইডেন ইয়েমেনকে ইসরাইলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোতে হামলা চালানো থেকে বিরত রাখার আহ্বান জানিয়েছেন।
গাজা উপত্যকায় ইসরাইলি গণহত্যার জবাবে ইয়েমেন লোহিত সাগরে ইসরাইলি মালিকানাধীন ও ইসরাইলগামী জাহাজে যে হামলা চালাচ্ছে তাতে ইরানের মদদ রয়েছে বলে দাবি করছে পশ্চিমা দেশগুলো। যদিও ইরান কঠোর ভাষায় ওই অভিযোগ প্রত্যাখ্যান করে এসেছে। ইরান সাফ জানিয়ে দিয়েছে, ইয়েমেনের সেনাবাহিনী বা দেশটির হুথি যোদ্ধারা যা কিছু করছে সেটা তাদের নিজস্ব সিদ্ধান্ত এবং সেখানে হস্তক্ষেপ করার কোনো ইচ্ছে তেহরানের নেই।
এছাড়া, ইয়েমেনকে ইসরাইল-বিরোধী হামলা চালাতে বাধা দেয়ার জন্য আমেরিকা শুক্র ও শনিবার ইয়েমেনের হুথি অবস্থানগুলোতে যে হামলা চালিয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, ইয়েমেনে হামলা চালিয়ে মার্কিন বাহিনী দেশটির সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে।#
পার্সটুডে/এমএমআই/এমএআর/১৫