ফেব্রুয়ারি ১০, ২০২৪ ১৪:২৫ Asia/Dhaka
  • ওয়াশিংটনকে বিশ্বাস করে না ভারত, রাশিয়ার কাছ থেকেই অস্ত্র কেনে

মার্কিন নির্বাচনে রিপাবলিকান দল থেকে প্রেসিডেন্ট মনোনয়ন প্রত্যাশী নিকি হ্যালি দাবি করেছেন, ভারত রাশিয়াকে ঘনিষ্ঠ মিত্র মনে করে এবং আমেরিকাকে তারা বিশ্বাস করে না। তিনি আরো বলেন, নয়াদিল্লি প্রেসিডেন্ট বাইডেন ও হোয়াইট হাউসকে দুর্বল বলে মনে করে।

মার্কিন টেলিভিশন চ্যানেল ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন নিকি হালি।

পশ্চিমা নিষেধাজ্ঞার চাপ সত্ত্বেও রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল কেনার বিষয়ে দক্ষিণ ক্যারোলাইনার সাবেক গভর্নর নিকি হ্যালি জোর দিয়ে বলেন, “ভারত মস্কোর পরিবর্তে আমেরিকার মিত্র হতে চায়। আমি ভারত নিয়ে কাজ করেছি এবং মোদীর সাথে কথা বলেছি।"

ডোনাল্ড ট্রাম্প সরকারের সময় জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছিলেন নিকি হ্যালি।

তিনি বলেন, “সমস্যা হলো ভারত বিশ্বাস করে না আমরা জিতব। তারা আমাদের নেতৃত্বকে বিশ্বাস করে না। তারা এখনই দেখছে যে, আমরা দুর্বল। হ্যালি যুক্তি দিয়ে বলেন, ভারত রাশিয়ার কাছাকাছি থেকেছে কারণ "সেখান থেকেই তারা তাদের প্রচুর সামরিক সরঞ্জাম পায়।"

রাশিয়া গত দুই দশকে ছয় হাজার কোটি ডলারের অস্ত্র কিনেছে। এর শতকর ৬৫ ভাগ সরবরাহ করেছে রাশিয়া।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/১০

ট্যাগ