ফেব্রুয়ারি ২২, ২০২৪ ১৮:৫৩ Asia/Dhaka
  • দিমিত্রি মেদভেদভ
    দিমিত্রি মেদভেদভ

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমান জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদভ বলেছেন, ইউক্রেনকে যদি পশ্চিমা দেশগুলো এফ-১৬ জঙ্গিবিমান সরবরাহ করে তাহলে পরমাণু যুদ্ধ শুরু হবে।

ন্যাটো জোটের সদস্য দেশগুলো বর্তমানে ইউক্রেনের পাইলটদের এফ-১৬ জঙ্গি বিমান চালানোর প্রশিক্ষণ দিচ্ছে। এসব দেশ নিকট ভবিষ্যতে ইউক্রেনকে এই জঙ্গিবিমান সরবরাহ করবে। এর বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে মেদভেদেভ বলেন, তাদেরকে রাশিয়ার দক্ষ বৈমানিক এবং অত্যাধুনিক বিমানের মোকাবেলা করতে হবে।

তিনি বলেন, পরমাণু যুদ্ধ হঠাৎ করেই উদ্দেশ্যহীনভাবে শুরু হয়ে যেতে পারে যা কেউ ঘোষণা দিয়ে করবে না। এ কারণে ইউক্রেনকে ঘিরে যে সমস্ত কৌশল অনুসরণ করা হচ্ছে তার সবই বিপজ্জনক। রাশিয়ার বার্তা সংস্থা তাসকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে আজ (বৃহস্পতিবার) এসব কথা বলেছেন মেদভেদেভ।

তিনি বলেন, “মার্কিন নির্মিত বিমানগুলো হতে পারে পরমাণু যুদ্ধের সেই সম্ভাব্য ট্রিগার। ইউক্রেনের হাতে এফ-১৬ বিমান পরিচালনার মতো কোন অবকাঠামো না থাকা সত্ত্বেও তারা এই বিমান চাইছে। যদি ন্যাটো জোটভুক্ত কোনো দেশ থেকে ইউক্রেনের উদ্দেশ্যে এই বিমান উড়ে আসে তাহলে তারপরে কী ঘটবে আমি তা জানি না।” ন্যাটোভুক্ত কোনো দেশ বা আমেরিকা হয়তো এমনটি করতে দেবে না বলে আশা করেন মেদভেদেভ।#

পার্সটুডে/এসআইবি/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ