ট্রাম্প এবং গর্বাচেভ; আমেরিকার জন্য কি ইতিহাসের পুনরাবৃত্তি ঘটছে?
(last modified Thu, 01 May 2025 04:28:07 GMT )
মে ০১, ২০২৫ ১০:২৮ Asia/Dhaka
  • ট্রাম্প এবং গর্বাচেভ; আমেরিকার জন্য কি ইতিহাসের পুনরাবৃত্তি ঘটছে?

আমেরিকার সাপ্তাহিক নিউজউইক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্র নীতির সুনির্দিষ্ট দৃষ্টিভঙ্গি নিয়ে প্রতিবেদন করেছে।

মঙ্গলবার এক প্রতিবেদনে আমেরিকান সাপ্তাহিক নিউজউইক মার্কিন পররাষ্ট্রনীতিতে ট্রাম্পের বৈরি মনোভাবের উদাহরণ তুলে ধরে লিখেছে, 'তার প্রেসিডেন্টের  প্রথম ১০০ দিনে ট্রাম্প বিশ্বের অন্যান্য দেশের সাথে আমেরিকার সম্পর্ক পরিবর্তনের জন্য প্রতিটি সুযোগ গ্রহণ করেছেন।' পার্সটুডে অনুসারে, নিউজউইকের প্রতিবেদনে বলা হয়েছে,  ট্রাম্প বারবার উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা (ন্যাটো) কে মার্কিন যুক্তরাষ্ট্রের আর্থিক অপব্যবহারের জন্য অভিযুক্ত করেছেন এবং ইউক্রেনের যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র যে পরিমাণ অর্থ ব্যয় করছে তার সমালোচনা করেছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে,  এই সমালোচনার ফলে ফেব্রুয়ারিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে উত্তপ্ত মৌখিক তর্ক শুরু হয়।  এই সময় ট্রাম্প জেলেনস্কিকে "তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করার জন্য জুয়া খেলার অভিযোগ করেন এবং তাকে মনে করিয়ে দেন যে তিনি তার দেশে মার্কিন সাহায্যের জন্য "কৃতজ্ঞ নন"।

প্রতিবেদনটিতে আরো বলা হয়েছে,  একদিকে ট্রাম্প প্রশাসন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে শান্তি আলোচনায় সম্মতি জানিয়েছে, অন্যদিকে তাদের দীর্ঘদিনের মিত্র কানাডার বিরুদ্ধে - বিশ্বের অন্যান্য দেশের সাথে - কঠোর শুল্ক যুদ্ধ চালিয়ে যাচ্ছে এবং ৫১তম অঙ্গরাজ্য হিসেবে কানাডার মার্কিন যুক্তরাষ্ট্রে যোগদানের প্রয়োজনীয়তার উপর ক্রমাগত জোর দিচ্ছে।

এই প্রতিবেদনের শেষে, নিউজউইক কানেকটিকাট বিশ্ববিদ্যালয়ের ভূ-রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের গবেষক এবং বিশেষজ্ঞ ব্যারি স্কট জেলেনের উদ্ধৃতি দিয়ে বলেছে,  "সোভিয়েত ইউনিয়নের শেষ নেতা মিখাইল গর্বাচেভের পর থেকে ট্রাম্পের প্রেসিডেন্টের এই সময়কাল একটি নতুন প্রেসিডেন্টের মেয়াদের জন্য সবচেয়ে উত্তেজনাপূর্ণ সূচনাগুলোর মধ্যে একটি যিনি সোভিয়েত ব্যবস্থার শীর্ষে পৌঁছেছিলেন। কিন্তু গর্বাচেভ যে ঝুঁকি নিয়েছিলেন তা শেষ পর্যন্ত সোভিয়েত ব্যবস্থাকে কেবল সংস্কারই করেনি, বরং ভেঙেও ফেলেছে।" "আমরা কি আমেরিকাতে এরকম কিছু দেখতে পাব?"

পার্সটুডে/এমবিএ/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।