ভোট কারচুপির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ
(last modified Thu, 22 Feb 2024 13:38:26 GMT )
ফেব্রুয়ারি ২২, ২০২৪ ১৯:৩৮ Asia/Dhaka
  • ভোট কারচুপির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ

সদ্য সমাপ্ত জাতীয় ও প্রাদেশিক নির্বাচনে ব্যাপক মাত্রায় কারচুপির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য সুপ্রিমকোর্টের দ্বারস্থ হচ্ছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বা পিটিআই। দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানের সঙ্গে আজ (বৃহস্পতিবার) আদিয়ালা কারাগারে বৈঠক শেষে এ কথা জানিয়েছেন দলের অন্যতম নেতা শের আফজাল মারওয়াত।

তিনি জানান, ইমরান খানের সাথে বৈঠকের সময় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। শের আফজাল বলেন, "আমরা জাতিকে অনুরোধ করছি এই কার্যক্রমগুলোকে সাবধানতার সাথে পর্যবেক্ষণ করুন এবং সেখানে আমাদের সাথে কী আচরণ করা হয় তা দেখুন।”

তিনি দাবি করেন, “পাকিস্তানের আদালতগুলোতে বর্তমানে ন্যায়বিচারের ঘাটতি আছে। যারা ন্যায়বিচারের জন্য আদালতের দ্বারস্থ হয়েছেন, হয় তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, না হয় তাদেরকে আদালত থেকে বের করে দিয়ে অন্যদের জন্য উদাহরণ সৃষ্টি করা হয়েছে।” শের আফজাল জোর দিয়ে বলেন, এই অবস্থার পরেও পিটিআই ব্যাপক সংখ্যক পিটিশন দায়ের করবে।

পিটিআই’র এ নেতা সুস্পষ্ট করে বলেন, তাদের চুরি করা আসনগুলো যদি ফিরিয়ে না দেয়া হয় তাহলে তারা শক্ত প্রতিরোধ গড়ে তুলবেন তাতে সরকার শান্তিতে থাকতে পারবে না।#

পার্সটুডে/এসআইবি/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।