ফেব্রুয়ারি ২৮, ২০২৪ ২০:৩১ Asia/Dhaka
  • মার্কিন নিষেধাজ্ঞা 'প্রযোজ্য নাও হতে পারে': পাক জ্বালানিমন্ত্রী

পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের জ্বালানিমন্ত্রী মোহাম্মাদ আলী বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে দেশটির ওপর আমেরিকা যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তা ইরান-পাকিস্তান গ্যাস পাইপলাইন প্রকল্প নির্মাণের ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে। ইসলামবাদের পক্ষ থেকে এই প্রকল্পের কাজ নতুন করে শুরু করার আগ মুহূর্তে তিনি এই মন্তব্য করলেন।

গতকাল (মঙ্গলবার) রাজধানী ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি মনে করি না এই পর্যায়ে এসে পাকিস্তান ইরান-গ্যাস পাইপলাইন প্রকল্পে মার্কিন নিষেধাজ্ঞা প্রযোজ্য হতে পারে।” তিনি আরো বলেন, “গ্যাস লাইন প্রকল্পের সাথে নিষেধাজ্ঞার সম্পর্ক ঘটিয়ে আমেরিকা কী চায় আমি সে ব্যাপারে আমার কিছু জানা নেই।”

পাকিস্তানের অভ্যন্তরে ৮০ কিলোমিটার পাইপলাইন নির্মাণ করতে হবে। এই প্রকল্পের কাজ শেষ হতে প্রায় দেড় বছর লেগে যাবে বলে সাংবাদিকরা মন্তব্য করার পর পাক মন্ত্রী বলেন, প্রকল্প শেষ করে ইরানি অংশের সাথে যুক্ত হতে সময় লাগবে।

প্রায় এক দশক দেরি করার পর পাকিস্তানের জ্বালানি বিষয়ক মন্ত্রিসভা কমিটি গত ২৩ ফেব্রুয়ারি ইরান-পাকিস্তান গ্যাস পাইপলাইন প্রকল্পের প্রথম ধাপের কাজ সম্পন্ন করার অনুমোদন দেয়। পাকিস্তানের ইন্টার-স্টেট গ্যাস সিস্টেম প্রাইভেট লিমিটেড এ প্রকল্পের কাজ বাস্তবায়ন করবে এবং গ্যাস ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রয়োজনীয় তহবিল যোগান দেবে। 

এই প্রকল্প সম্পন্ন হলে তা শুধু পাকিস্তানের জ্বালানি নিরাপত্তাকে শক্তিশালী করবে না বরং স্থানীয় শিল্পগুলোর উৎপাদনশীলতার ক্ষেত্রে আস্থা বাড়বে। এতে প্রদেশের অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পাবে যা পাকিস্তানের অর্থনৈতিক উন্নতিতে অবদান রাখবে।

ইসলামী প্রজাতন্ত্র ইরান আগেই তার নিজের অংশের কাজ শেষ করেছে এবং প্রকল্পটি দীর্ঘদিন ধরে পড়ে থাকার কারণে এর কাজ শেষ করার জন্য বারবার পাকিস্তানকে তাগিদ দিয়েছে। সম্প্রতি ইরানের পক্ষ থেকে পাকিস্তানকে সতর্ক করা হয়েছিল যে, ইসলামাবাদ যদি এই প্রকল্পের কাজ শেষ না করে তাহলে তেহরান আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবে।#

পার্সটুডে/এসআইবি/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ