মার্চ ০১, ২০২৪ ১৯:১৫ Asia/Dhaka
  • প্রকৃত আগ্রাসী কারা, মার্কিন হুমকি তা দেখিয়ে দিচ্ছে: মস্কোর প্রতিক্রিয়া

ইউক্রেন ইস্যুকে কেন্দ্র করে রাশিয়া এবং মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর মধ্যে সরাসরি সামরিক সংঘাত শুরু হতে পারে বলে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন যে হুমকি দিয়েছেন তার প্রতিক্রিয়া জানিয়েছে মস্কো। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা বলেছেন, লয়েডের এই হুমকি নিতান্তই পাগলামি ছাড়া আর কিছু না।

গতকাল (বৃহস্পতিবার) মার্কিন প্রতিনিধি পরিষদের আর্মড সার্ভিসেস কমিটিতে শুনানির সময় মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, “রুশ বাহিনী যদি ইউক্রেনের কাছে পরাজিত না হয় তাহলে পুতিনকে থামানো যাবে না। বাল্টিক অঞ্চলে রাশিয়ার প্রতিবেশীরা তার সক্ষমতা সম্পর্কে জানে এবং একথা বলতে দ্বিধা নেই যে, যদি ইউক্রেনের সেনারা এই যুদ্ধে হেরে যায় তাহলে রাশিয়ার বিরুদ্ধে ন্যাটো বাহিনী যুদ্ধ শুরু করবে।”

লয়েড অস্টিনের এই বক্তব্যের পর মারিয়া জাখারোভা টেলিগ্রাম চ্যানেলে দেয়া এক পোস্টে বলেন, “আমি ঠিক বুঝতে পারছি না তিনি সরাসরি রাশিয়াকে হুমকি দিলেন, নাকি ইউক্রেনের প্রেসিডেন্টকে সান্ত্বনা দিলেন। তবে যাই হোক না কেন এটা নিতান্তই পাগলামি। এবং এখন সবাই দেখছে, প্রকৃত আগ্রাসী কারা।”#

পার্সটুডে/এসআইবি/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ