এপ্রিল ২৯, ২০২৪ ১৬:৪৬ Asia/Dhaka
  • 'রেডিও তেহরান আমার জন্য একটি বড় শক্তি এবং প্রেরণার উৎস'

সুপ্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। ইসলামিক রিপাবলিক অব ইরান-এর জাতীয় বার্তা সংস্থার সম্প্রচার কেন্দ্র রেডিও তেহরান-এর বাংলা বিভাগের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রেডিও তেহরান সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমি একজন শ্রোতা হিসেবে মনে করি, আমার জন্য রেডিও তেহরান একটি বড় শক্তি এবং প্রেরণার উৎস।

বর্তমানে একটি কঠিন সময় পার করছে ইসলামিক রিপাবলিক অব ইরান-এর জনগণ। অভিশপ্ত ইহুদীবাদী ইসরাইলের বিরুদ্ধে প্রতিটি পদক্ষেপে ইরানের জনগণের পক্ষে অবস্থান নিয়ে আমার নিজের কাছে ভালো লাগছে। ইরান যেভাবে ফিলিস্তিনের মজলুম জনগণের পাশে দাঁড়িয়েছে তা সত্যিই প্রশংসনীয়। ইরান যে প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করেছে ঠিক তার পর থেকে ফেরাউন নেতানিয়াহু শয়তান ভীত এবং সন্ত্রস্ত। এই অভিশপ্ত ইহুদীবাদী ইসরাইলী শয়তানদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা ইরান গ্রহণ করবে সে প্রত্যাশা করি। এ পৃথিবীর সকল ফেরাউন শয়তানদের ধ্বংস অনিবার্য।

বিশ্বনবী, মহানবী হযরত মুহাম্মাদ (সা.) মনোনীত আহলে বাইত (আ.)-এর প্রতি জানাই লাখো কোটি সালাম।

ইসলামিক রিপাবলিক অব ইরান-এর সফলতা কামনা করছি। মহান আল্লাহ সোবহানা তা আলা ইসলামিক রিপাবলিক অব ইরান-এর জাতীয় বার্তা সংস্থার সম্প্রচার কেন্দ্র রেডিও তেহরান সংশ্লিষ্ট সকলকে ভালো রাখুন এবং সুস্থ রাখুন।

 

শুভেচ্ছান্তে

এস. এম. হৃদয় রহমান,

ফ্রিল্যান্স সংবাদকর্মী এবং মানবাধিকার কর্মী।

ঠিকানা : গৌরীপুর (দক্ষিণ) বাজার আবাসিক এলাকা,

ডাকঘর : গৌরীপুর, উপজেলা: দাউদকান্দি, জেলা: কুমিল্লা, দেশ : বাংলাদেশ।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ