মার্চ ০৩, ২০২৪ ১৮:৩৩ Asia/Dhaka
  • শাহবাজ শরীফ
    শাহবাজ শরীফ

পাকিস্তানে দ্বিতীয় দফার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন মুসলিম লীগ প্রধান নওয়াজ শরীফের ছোট ভাই শাহবাজ শরীফ। জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার প্রায় তিন সপ্তাহ পর তিনি দেশটির নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন।

আজ (রোববার) জাতীয় সংসদের নিম্নকক্ষের অধিবেশনে প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য ভোটাভুটি হয় এবং ২০১ ভোট পেয়ে শাহবাজ শরীফ প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তার বিরুদ্ধে একই পদে প্রতিদ্বন্দ্বিতা করেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সমর্থিত প্রার্থী ওমর আইয়ুব খান। তিনি ভোট পেয়েছেন ৯২টি।

পাকিস্তানের জাতীয় সংসদে মোট ৩৩৬টি আসন রয়েছে যার মধ্যে ২৬৬টি আসনে জনগণের ভোটে সংসদ সদস্যরা নির্বাচিত হন। এছাড়া, ৭০টি সংরক্ষিত আসন রয়েছে যার মধ্যে ৬০টি নারী সদস্যদের জন্য এবং ১০টি আসন ধর্মীয় সংখ্যালঘুদের জন্য বরাদ্দ।

এবারের নির্বাচনে কোন দলই সরকার গঠনের জন্য একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এ নিয়ে দেশটিতে মারাত্মক রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়। শেষ পর্যন্ত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপি’র সাথে জোট সরকার গঠনে বাধ্য হয় নওয়াজ শরীফের মুসলিম লীগ। জোট সরকার গঠনের ব্যাপারে পিপিপি এবং মুসলিম লীগের মধ্যে যে চুক্তি হয়েছে তাতে শাহাবাজ শরীফকে প্রধানমন্ত্রী করার শর্ত ছিল।#

পার্সটুডে/এসআইবি/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ