এপ্রিল ২৬, ২০২৪ ১৬:৫৩ Asia/Dhaka
  • বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা পাকিস্তানের, বিএনপির শেখা উচিত: কাদের

বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা পাকিস্তান করলেও দেশের সরকারবিরোধীদের সেই উন্নতি 'চোখে পড়ে না' বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ (শুক্রবার) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিএনপিকে উদ্দেশ্য করে কাদের বলেন, "বাংলাদেশের উন্নয়ন নিয়ে পাকিস্তান প্রশংসা করে, অথচ বিরোধী দল উন্নয়ন দেখতে পায় না। তারা দিনের আলোতে রাতের অন্ধকার দেখে। দেশের উন্নয়ন নিয়ে এত হীন মনোবৃত্তির পরিচয় তারা দিচ্ছে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে তাদের বাস্তবতা বোঝা উচিৎ। "পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের অর্থনৈতিক উন্নতির ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। শাহবাজের মন্তব্যের প্রসঙ্গ ধরে কাদের বলেন, শাহবাজ শরিফের বক্তব্য থেকে বিএনপির প্রকৃত সত্য শিক্ষা গ্রহণের অনেক কিছু আছে।"

এদিকে, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক বলেছেন, বিএনপি নয়, আওয়ামী লীগই ক্ষমতায় থাকার জন্য ‘পদে পদে ষড়যন্ত্র’ করেছে। বিএনপি নির্বাচিত সরকারকে 'হটানোর ষড়যন্ত্র করছে'- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাম্প্রতিক দেয়া এমন বক্তব্যের জবাবে এ কথা বলেন ফারুক।

আজ (শুক্রবার) জাতীয় প্রেসক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে বিএনপির এই নেতা বলেন, “ওবায়দুল কাদের সাহেব আপনার বক্তব্যের জবাবে বলতে চাই, ষড়যন্ত্র সৃষ্টি করেন আপনারাই, পদে পদে ষড়যন্ত্র করেন। ১/১১ সৃষ্টি করেছেন আপনারাই, মঈন-ফখরুদ্দীনের সাথে আঁতাত করেছেন আপনারা। ষড়যন্ত্রের মধ্য দিয়ে বারে বারে ক্ষমতায় গেছেন আপনারাই, এবারও বেআইনি নির্বাচন করে ক্ষমতায় গেছেন আপনারা।

গত ২৩ এপ্রিল রাজধানীতে আওয়ামী লীগের এক অনুষ্ঠানে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, “আজকে দেশের বাইরেও নির্বাচিত সরকারকে হটানোর চক্রান্ত দীর্ঘদিন ধরে দেখছি। বিএনপি ষড়যন্ত্র করছে। নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ ও ভোটার উপস্থিতি সন্তোষজনক থাকার পরও দেশি-বিদেশি চক্র অপপ্রচার, মিথ্যাচার চালিয়ে যাচ্ছে।” ওবায়দুল কাদেরের এসব বক্তব্যের জবাবে জয়নুল আবদিন ফারুক ঐসব কথা বলেন। বিএনপি 'ষড়যন্ত্রে বিশ্বাস করে না' দাবি করে ফারুক বলেন, "বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ক্ষমতায় যেতে চান, তবে সেটা জনগণের ভোটে। আমাদের শক্তি জনগণ, আমাদের শক্তি এদেশের ভোটাররা।”#

পার্সটুডে/জিএআর/২৬

  • বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ