পশ্চিমারা আগুন নিয়ে খেলছে: ক্রেমলিন মুখপাত্র পেসকভের বিবৃতি
(last modified Thu, 07 Mar 2024 04:49:07 GMT )
মার্চ ০৭, ২০২৪ ১০:৪৯ Asia/Dhaka
  • ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ
    ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ

রাশিয়া বলেছে, কয়েকটি পশ্চিমা দেশ ইউক্রেনে সেনা মোতায়েনের বিষয়ে আলোচনা শুরুর মধ্য দিয়ে মূলত তারা আগুন নিয়ে খেলা শুরু করেছে।

গতকাল (বুধবার) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই হুঁশিয়ারিমূলক বক্তব্য দেন। তিনি বলেন, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন উদ্বেগের কারণ ঘটিয়েছেন।

পেসকভ বলেন, “ফরাসি প্রেসিডেন্ট ইউক্রেনে বিদেশি সেনা মোতায়েনের বিষয়টি নিয়ে আলোচনা করছেন; এটি মূলত আগুন নিয়ে খেলার শামিল। এটা পশ্চিমা রাজনীতিবিদদের চরম দায়িত্বজ্ঞানহীন আচরণ।”

প্যারিসের একটি সম্মেলনে ম্যাক্রন বলেন, ইউক্রেনে বিদেশি সেনা মোতায়েনের বিষয়ে আলোচনা করা হচ্ছে। তিনি বলেন, যদিও বিষয়টি নিয়ে এখনো ইউরোপীয় নেতাদের মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়নি তবে এই সম্ভাবনা একেবারে উড়িয়ে দেয়া যাচ্ছে না। ফরাসি প্রেসিডেন্ট আরো বলেন, ইউক্রেনকে মধ্যম ও দীর্ঘ পাল্লার অস্ত্র সরবরাহ করার জন্য একটি জোট গঠন করা হবে।

এর প্রতিক্রিয়ায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পশ্চিমারা যদি ইউক্রেনে সেনা পাঠায় তাহলে তারা পরমাণু যুদ্ধের ঝুঁকির মুখে পড়বে।#

পার্সটুডে/এসআইবি/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ