গাজায় ‘অবিলম্বে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার’ প্রস্তাব জমা দিয়েছে আমেরিকা: ব্লিঙ্কেন
https://parstoday.ir/bn/news/world-i135858
সকল ইসরাইলি পণবন্দিকে মুক্তি দেয়ার শর্তে গাজা উপত্যকায় ‘অবিলম্বে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার’ একটি প্রস্তাব জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জমা দিয়েছে আমেরিকা।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ২১, ২০২৪ ১৮:১৭ Asia/Dhaka
  • গাজায় ‘অবিলম্বে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার’ প্রস্তাব জমা দিয়েছে আমেরিকা: ব্লিঙ্কেন

সকল ইসরাইলি পণবন্দিকে মুক্তি দেয়ার শর্তে গাজা উপত্যকায় ‘অবিলম্বে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার’ একটি প্রস্তাব জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জমা দিয়েছে আমেরিকা।

মধ্যপ্রাচ্য সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন আজ (বৃহস্পতিবার) সৌদি গণমাধ্যম আল-হাদাসকে দেয়া এক সাক্ষাৎকারে একথা জানান। ইসরাইলকে যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য করার জন্য আমেরিকার ওপর যখন আন্তর্জাতিক চাপ বাড়ছে তখন একথা জানালেন ব্লিঙ্কেন।

মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ সফরের অংশ হিসেবে আজ সৌদি আরবের জেদ্দা থেকে মিশরের রাজধানী কায়রো গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।  তিনি জেদ্দায় আল-হাদাসকে বলেন, “আমরা অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব পাঠিয়েছি, তবে শর্ত হচ্ছে সকল ইসরাইলি পণবন্দিকে মুক্তি দিতে হবে।”

নিরাপত্তা পরিষদের সব দেশকে এই প্রস্তাবের পক্ষে ভোট দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমি মনে করি এর ফলে একটি শক্তি বার্তা ও একটি শক্ত সংকেত পাঠানো হবে।” তবে প্রস্তাবটি কবে নাগাদ নিরাপত্তা পরিষদে তোলা হবে তিনি সে ইঙ্গিত দেননি।

মার্কিন সরকার এমন সময় নিরাপত্তা পরিষদে এ প্রস্তাব পাঠানোর খবর দিল যখন গত বছরের ৭ অক্টোবর গাজায় ইসরাইলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত সেখানে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা সংক্রান্ত নিরাপত্তা পরিষদের তিনটি প্রস্তাবের সবগুলোতে ভেটো দিয়েছে আমেরিকা। ভেটো ক্ষমতার এই অপপ্রয়োগের কারণে গাজা ইস্যুতে আন্তর্জাতিক অঙ্গনে ক্রমেই কোণঠাসা হয়ে পড়ছিল ওয়াশিংটন।

পর্যবেক্ষকরা মনে করছেন, গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার মার্কিন প্রস্তাবটি বাহ্যিকভাবে গাজাবাসী ফিলিস্তিনিদের জন্য লোভনীয় মনে হলেও তা আমেরিকা তৈরি করেছে বলে তাতে গাজাবাসীর জন্য কোনো কল্যাণ থাকতে পারে না। আর প্রস্তাবটি তোলা হলে নিরাপত্তা পরিষদের বাকি দেশগুলো কী আচরণ কারে সেটাই এখন দেখার বিষয়।#

পার্সটুডে/এমএমআই/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।