মার্চ ২৩, ২০২৪ ১৪:৩২ Asia/Dhaka
  • গাজায় কথিত যুদ্ধবিরতির লক্ষ্যে মার্কিন প্রস্তাবে ভেটো দিল চীন ও রাশিয়া

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের গণহত্যা ও ধ্বংসযজ্ঞ বন্ধে কথিত যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে ইসরাইলের দোসর আমেরিকার পক্ষ থেকে উত্থাপিত একটি প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া ও চীন। প্রস্তাবটিতে সরাসরি ইসরাইলকে যুদ্ধবিরতি পালন করার আহ্বান জানানো হয়নি।

নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যদেশের মধ্যে রাশিয়া, চীন ও আলজেরিয়া প্রস্তাবটির বিপক্ষে ভোট দিয়েছে এবং গায়ানা ভোটদানে বিরত ছিল। এরমধ্যে চীন ও রাশিয়া স্থায়ী সদস্য হওয়ার কারণে তাদের ভোটকে ভেটো হিসেবে গণ্য করা হয়েছে।

শুক্রবার রাতে এ সংক্রান্ত ভোটাভুটির আগে জাতিসংঘে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ভ্যাসেলি নেবেনজিয়া বলেন, তার দেশ গাজায় অবিলম্বে যুদ্ধবিরতিকে সমর্থন জানায়, কিন্তু আমেরিকার খসড়া প্রস্তাবে ব্যবহৃত ভাষায় মস্কোর আপত্তি রয়েছে। তিনি বলেন, প্রস্তাবে সরাসরি যুদ্ধ বন্ধের আহ্বান জানানো হয়নি বরং যুদ্ধবিরতি পালন করতে ইসরাইলকে অনুরোধ জানানো হয়েছে। নেবেনজিয়া বলেন, ফিলিস্তিনি জনগণের জীবন বাঁচাতে এই প্রস্তাব যথেষ্ট নয়।

এর আগে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে নিরাপত্তা পরিষদে তোলা তিনটি প্রস্তাবে আমেরিকার ভেটো দেয়ার কথা স্মরণ করে রুশ রাষ্ট্রদূত বলেন, আমেরিকা ভণ্ডামির মুখোশ পরেছে এবং সে আন্তর্জাতিক সমাজকে বিভ্রান্ত করতে চায়।

অন্যদিকে জাতিসংঘে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ঝাং জুন বলেছেন, যুক্তরাষ্ট্রের খসড়ায় যুদ্ধবিরতির বিষয়টি এড়িয়ে যাওয়া হয়েছে এবং তা অস্পষ্ট রয়ে গেছে।  তিনি বলেন, উল্টো বরং এতে যুদ্ধবিরতির জন্য পূর্বশর্ত আরোপ করা হয়েছে, যা চলমান হত্যাকাণ্ডকে সবুজ সংকেত দেয়া ছাড়া আর কিছু নয়।

অবশ্য জাতিসংঘে নিযুক্ত মার্কিন স্থায়ী প্রতিনিধি লিন্ডা থমাস বলেছেন, রাশিয়া এবং চীন যুক্তরাষ্ট্রের প্রস্তাবের পক্ষে ভোট দিতে চায়নি, কারণ তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে ব্যর্থ দেখতে চায়।#

পার্সটুডে/এমএমআই/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ