মার্চ ২৯, ২০২৪ ১৪:৩২ Asia/Dhaka
  • উত্তর কোরিয়ার নিষেধাজ্ঞা পর্যবেক্ষণ নবায়নে ভেটো দিল রাশিয়া

উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা পর্যবেক্ষণ প্রক্রিয়া নবায়নের প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া। গতকাল (বৃহস্পতিবার) জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্তর কোরিয়ার বিরুদ্ধে এই প্রস্তাব তোলার পর তাতে মস্কো ভেটো দেয়।

মস্কোর এই পদক্ষেপের ফলে উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা পর্যবেক্ষণের জন্য প্রতিষ্ঠিত একটি প্যানেলের কার্যক্রম শেষ হয়ে যাবে। তবে উত্তর কোরিয়ার বিরুদ্ধে আরোপ করা নিষেধাজ্ঞা বহাল থাকবে।

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পরমাণু কর্মসূচির জন্য ২০০৬ সাল থেকে উত্তর কোরিয়া জাতিসংঘ নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। একটি স্বতন্ত্র বিশেষজ্ঞ প্যানেল গত ১৫ বছর ধরে এই নিষেধাজ্ঞাগুলো পর্যবেক্ষণ করে আসছে এবং তারা বছরে দুবার নিরাপত্তা পরিষদে পর্যবেক্ষণ রিপোর্ট পেশ করে।

গতকাল পর্যবেক্ষণ প্যানেলের কার্যক্রমের মেয়াদ বাড়ানোর ব্যাপারে নিরাপত্তা পরিষদে প্রস্তাব তোলা হলে ১৫ সদস্যের মধ্যে ১৩ সদস্য প্রস্তাবের পক্ষে ভোট দেয় এবং রাশিয়া এর বিরোধিতা করে। নিরাপত্তা পরিষদের অন্যতম স্থায়ী সদস্য চীন ভোটদানে বিরত ছিল।

ভোটাভুটিতে অংশ নেয়ার আগে রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেন, “পশ্চিমা সরকারগুলো পিয়ংইয়ংকে শ্বাসরোধ করার চেষ্টা করছে এবং নিষেধাজ্ঞাগুলো তাদের প্রাসঙ্গিকতা হারাচ্ছে; এগুলোর সাথে "বাস্তবতার সম্পর্ক নেই"।#

পার্সটুডে/এসআইবি/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

ট্যাগ