নতুন আদেশে আইসিজে যা বলল
গাজায় ত্রাণ সরবরাহ বাড়ানোর সুযোগ দিতে ইসরাইলকে আইসিজের নির্দেশ
-
আইসিজে
জাতিসংঘের সর্বোচ্চ আদালত আইসিজে ইসরাইলকে গাজায় আরও ল্যান্ড ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ দিয়েছে।
আন্তর্জাতিক বিচার আদালত ইসরাইলকে বিলম্ব না করে গাজায় ত্রান সরবরাহ বাড়ানোর সুযোগ দিতে নির্দেশ দিয়েছে। বিশ্ব খাদ্য সংস্থা কয়েক সপ্তার মধ্যে গাজায় দুর্ভিক্ষ হতে পারে বলে সতর্ক করার কয়েক ঘণ্টা পর আদালতের এই সিদ্ধান্ত এসেছে। বৃহস্পতিবার রাতে খাদ্যের অভাবে একটি শিশুর মৃত্যুর সাথে সাথে খাদ্যের তীব্র প্রয়োজনীয়তার বিষয় আবারও সামনে চলে আসে। অনাহারে মারা যাওয়া ছয় বছর বয়সী শিশুটির নাম মোহাম্মদ আল-নাজ্জার। আইসিজে বলেছে, গাজার ফিলিস্তিনিরা এখন আর শুধু দুর্ভিক্ষের ঝুঁকিতে নয়, বরং সেখানে দুর্ভিক্ষ শুরু হচ্ছে।# (বিস্তারিত ভিডিওতে। সৌজন্যে: ইসলামি বার্তা, অস্ট্রেলিয়া)
পার্সটুডে/এনএম/১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।