‘জাতিসংঘের পূর্ণ সদস্যপদ পাওয়ার প্রচেষ্টায় বাধা দেবে আমেরিকা’
https://parstoday.ir/bn/news/world-i136310
ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষ জাতিসংঘের পূর্ণ সদস্য পদ পাওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে আবার অনুরোধ করেছে। ফিলিস্তিন রাষ্ট্রটি ২০১২ সাল থেকে জাতিসংঘে পর্যবেক্ষকের মর্যাদা নিয়ে আছে। তবে পূর্ণ সদস্যপদ ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতির সমান হবে যার বিরোধিতা করে আসছে ইসরাইল।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ০৪, ২০২৪ ১৫:২৩ Asia/Dhaka
  • ‘জাতিসংঘের পূর্ণ সদস্যপদ পাওয়ার প্রচেষ্টায় বাধা দেবে আমেরিকা’

ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষ জাতিসংঘের পূর্ণ সদস্য পদ পাওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে আবার অনুরোধ করেছে। ফিলিস্তিন রাষ্ট্রটি ২০১২ সাল থেকে জাতিসংঘে পর্যবেক্ষকের মর্যাদা নিয়ে আছে। তবে পূর্ণ সদস্যপদ ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতির সমান হবে যার বিরোধিতা করে আসছে ইসরাইল।

জাতিসংঘে ফিলিস্তিনের স্থায়ী দূত রিয়াদ মানসুর এক্স পেইজে দেয়া এক পোস্টে লিখেছেন, “আজ ফিলিস্তিন রাষ্ট্র এবং ফিলিস্তিনি নেতৃত্বের নির্দেশে জাতিসংঘ মহাসচিবের কাছে একটি চিঠি পাঠিয়েছি যাতে আমাদের সদস্যপদের আবেদন পুনর্বিবেচনার অনুরোধ করা হয়।”

এদিকে, জাতিসংঘে পূর্ণ সদস্যপদ লাভের জন্য ফিলিস্তিনের নতুন প্রচেষ্টাকে বাধা দেয়ার অঙ্গীকার করেছে আমেরিকা। জাতিসংঘে মার্কিন উপ রাষ্ট্রদূত রবার্ট উড ফিলিস্তিনের অনুরোধটি আটকে দেয়ার ব্যাপারে প্রায় নিশ্চিত। তিনি কয়েকজন সাংবাদিককে বলেন, "আমাদের অবস্থান পরিবর্তন হয়নি।" 

অন্তত ১৪০টি দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। তারা জাতিসংঘে ২২ জাতির আরব লীগ, ৫৭ জাতির ওআইসি এবং ১২০ সদস্যের জোট নিরপেক্ষ আন্দোলনের সদস্য।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ৪