এপ্রিল ০৫, ২০২৪ ১৫:১৬ Asia/Dhaka
  • জনপ্রিয় আনসারুল্লাহ আন্দোলনের শীর্ষ নেতা আব্দুল মালিক আল-হুথি।
    জনপ্রিয় আনসারুল্লাহ আন্দোলনের শীর্ষ নেতা আব্দুল মালিক আল-হুথি।

মার্কিন প্রশাসন ইহুদিবাদী ইসরাইলকে নতুন করে অস্ত্রসস্ত্র সরবরাহ করার যে সিদ্ধান্ত নিয়েছে তার তীব্র নিন্‌দা জানিয়েছে ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহ আন্দোলন। আনসারুল্লাহর শীর্ষ নেতা আব্দুল মালিক আল-হুথি বৃহস্পতিবার রাতে টেলিভিশনে জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে এ নিন্দা জানান।

তিনি বলেন, “চলতি সপ্তাহে আমেরিকানরা ইসরাইলের কাছে শত শত কোটি ডলার মূল্যের সমরাস্ত্র ও সামরিক উপকরণ সরবরাহ করার কথা ঘোষণা করেছে। মার্কিন গণমাধ্যম একথা নিশ্চিত করেছে যে, ইসরাইল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এখন পর্যন্ত আমেরিকার কাছ থেকে সবচেয়ে বড় সামরিক সহায়তা পেয়েছে।”

আল-হুথি বলেন, আমেরিকা যখন গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করার আহ্বান জানাচ্ছে তখন অস্ত্র সরবরাহের এ সিদ্ধান্ত ওয়াশিংটনের ভণ্ডামি ও কপটতার প্রমাণ বহন করে। তিনি একে ‘আমেরিকান ভণ্ডামি’ বলে মন্তব্য করেন। ভাষণের অন্য অংশে হুথি নেতা বলেন, লোহিত সাগর, আরব সাগর ও ভারত মহাসাগরে ইসরাইল অভিমুখী জাহাজগুলোতে ইয়েমেন হামলা চালিয়ে যাবে। তিনি বলেন, গাজায় ইসরাইলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত গাজার সমর্থনে আমাদের ফ্রন্টে যুদ্ধ চলবে।  

আব্দুল মালিক আল-হুথি বলেন, এখন পর্যন্ত ইয়েমেন ইসরাইলের সঙ্গে সংশ্লিষ্ট ৯০টি জাহাজে হামলা চালিয়েছে। আমেরিকা ও ব্রিটেন তাদের রণতরীগুলোকে মোতায়েন করেও হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছে বলে তিনি উল্লেখ করেন।#

পার্সটুডে/এমএমআই/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ