এপ্রিল ২১, ২০২৪ ০৯:৫০ Asia/Dhaka
  • মার্কিন প্রতিনিধি পরিষদে ইসরাইলের জন্য ২৬ বিলিয়ন ডলারের সহায়তা পাস

মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ ইহুদিবাদী ইসরাইল, ইউক্রেন ও তাইওয়ানের জন্য বিশালাকৃতির ৯৫ বিলিয়ন ডলারের কথিত সহযোগিতা প্যাকেজ অনুমোদন করেছে। এর মধ্যে শুধুমাত্র ইহুদিবাদী ইসরাইলের জন্য অনুমোদন দেয়া হয়েছে ২৬ বিলিয়ন মার্কিন ডলার।

প্রতিনিধি পরিষদের ৩১১ সদস্য এ সংক্রান্ত বিলের পক্ষে এবং ১১২ জন বিপক্ষে ভোট দেন। এমন সময় ইসরাইলের জন্য ২৬ বিলিয়ন ডলারের প্যাকেজ অনুমোদন করা হলো যখন এই দখলদার সরকার গত ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকার ওপর ভয়াবহ গণহত্যা চালিয়ে যাচ্ছে।

গাজায় ইসরাইলি গণহত্যায় এ পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৩৪,০০০ ফিলিস্তিনি যাদের বেশিরভাগ নারী ও শিশু। এছাড়া, আহত হয়েছেন ৭৭,০০০ মানুষ এবং ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে নিখোঁজ রয়েছেন আরো হাজার হাজার অসহায় ফিলিস্তিনি।

ইসরাইলের জন্য পাস হওয়া বিলের আওতায় দখলদার এই সরকারকে সামরিক সহায়তা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ঢেলে সাজানো এবং কথিত মানবিক কার্যক্রমে সহায়তা করবে জো বাইডেন প্রশাসন। ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক এক্স বার্তায় তার সরকারের জন্য তহবিল বরাদ্দ দেয়ায় মার্কিন আইন প্রণেতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

অন্যদিকে, বিলটিতে ইউক্রেনের জন্য ৬১ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দেয়ার কথা বলা হয়েছে। আর বাকি সাত বিলিয়ন ডলার দেয়া হবে তাইওয়ানকে।

এই বিল বাস্তবায়নে এখন মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের অনুমোদন প্রয়োজন হবে। আগামী মঙ্গলবারই এটি সিনেটে তোলা হবে। সেখানে তা পাস করার জন্য সিনেটরদের প্রতি আহ্বান জানিয়েছেন বাইডেন।  সিনেটে পাস হলে বাইডেন বিলে সই করবেন। এরপর তা আইনে পরিণত হবে। #

পার্সটুডে/এমএমআই/জিএআর/ ২১

ট্যাগ