ফিলিস্তিনের সমর্থনে ইতালীয়দের আকর্ষণীয় আন্দোলন
https://parstoday.ir/bn/news/world-i137022-ফিলিস্তিনের_সমর্থনে_ইতালীয়দের_আকর্ষণীয়_আন্দোলন
পার্সটুডে-ইতালির ভিসেঞ্জার জনগণ ফিলিস্তিনি জনগণের সমর্থনে তাদের শহরের রাস্তার নাম পরিবর্তন করেছে। ফিলিস্তিনি জনগণের সংগ্রাম থেকে অনুপ্রাণিত হয়ে এই নামকরণ করা হয়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ২৬, ২০২৪ ১৭:২৬ Asia/Dhaka
  • ফিলিস্তিনের সমর্থনে ইতালীয়দের আকর্ষণীয় আন্দোলন
    ফিলিস্তিনের সমর্থনে ইতালীয়দের আকর্ষণীয় আন্দোলন

পার্সটুডে-ইতালির ভিসেঞ্জার জনগণ ফিলিস্তিনি জনগণের সমর্থনে তাদের শহরের রাস্তার নাম পরিবর্তন করেছে। ফিলিস্তিনি জনগণের সংগ্রাম থেকে অনুপ্রাণিত হয়ে এই নামকরণ করা হয়।

ইতালির ভিসেঞ্জা শহরে আমেরিকার সামরিক বাহিনীর অন্যতম সদর দফতর অবস্থিত। সে কারণে ভিসেনজা শহরের রাস্তাগুলো সাম্প্রতিক দিনগুলোতে ফিলিস্তিনি জনগণের সমর্থনে এবং গাজা উপত্যকায় ইসরাইলি অপরাধযজ্ঞের নিন্দা জানানোর প্রতীকে পরিণত হয়েছে।

"প্যালেস্টাইন অকুপেশন স্ট্রিট" (রূপক অর্থ: প্যালেস্টাইন দখল করা বন্ধ করুন), "ফিলিস্তিনি সেটলার স্ট্রিট" (জায়নবাদী বসতি স্থাপনকারীদের অবশ্যই প্যালেস্টাইন ছেড়ে যেতে হবে), "ফিলিস্তিনি প্রতিরোধ সড়ক", "ফিলিস্তিনি বর্ণবাদ স্ট্রিট" (ফিলিস্তিনকে বর্ণবাদমুক্ত করতে হবে)- "অ্যারন বুশনেল সড়ক" (আমেরিকার যে পাইলট আত্মহত্যা করেছে) ইত্যাদি নামে ভিসেনজার শহরের লোকেরা তাদের রাস্তার নামকরণ করেছে।

ফিলিস্তিনের সমর্থনে ‘ভিসেনজা’ শহরের রাস্তার নামকরণ

পার্সটুডে/এনএম/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।